









নিজস্ব প্রতিবেদন:সোশ্যাল মিডিয়াতে আমরা নানান ধরনের আশ্চর্যকর ভিডিও ভাইরাল হতে দেখতে পারি। নাচ গান থেকে শুরু করে কবিতা, নাটক প্রভৃতি দেখতে পাওয়া যায় এখানে। মুহুর্তের মধ্যে বহির্বিশ্বের সাথে সংযোগ স্থাপনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সোশ্যাল মিডিয়া। এটির সাহায্যে বিশ্বের যেকোনো কোনায় অবস্থিত ব্যক্তির সাহায্যে খুব সহজেই যোগাযোগ স্থাপন করা যায়।পাশাপাশি আজকাল সোশ্যাল মিডিয়াকে অনেকেই ব্যক্তিগত প্রতিভার বিকাশ ঘটানোর ক্ষেত্রে কাজে লাগানোর চেষ্টা করছেন।





আবার এই সোশ্যাল মিডিয়া অনেক মানুষের জীবন আচমকাই বদলে দিয়েছে। এই প্রসঙ্গে আমরা রানু মন্ডল এর নাম নিতে পারি। রানাঘাট স্টেশন এর বাসিন্দা ছিলেন আমাদের এই রানু মন্ডল। বেশিরভাগ সময়ে গান শুনিয়ে ভিক্ষা করে জীবন কাটে তার। একদিন ইঞ্জিনিয়ার অতীন্দ্র চক্রবর্তীর নজরে আসেন তিনি।





এই ইঞ্জিনিয়ার যুবক রানুর গানের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে তোলেন।মাত্র কয়েক দিনের মধ্যেই তা এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে বলিউড ইন্ডাস্ট্রিতে গান গাওয়ার সুযোগ পান রানু মন্ডল। দু-একটি অ্যালবাম ছাড়াও জনপ্রিয় সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার সাথে গান গেয়েছেন রানুদি।





আজকে সোশ্যাল মিডিয়াতে আমরা এমন একটি ভাইরাল ভিডিও নিয়ে আলোচনা করবো যা মাত্র কয়েক দিনের মধ্যেই আলোড়ন সৃষ্টি করে ফেলেছে। ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে প্রায় 150 কেজি ওজন বিশিষ্ট এক মহিলাকে ধরে একজন পুরুষ দড়ি ধরে এপার থেকে ওপারে চলে যাচ্ছেন। প্রসঙ্গত পৃথিবীর প্রতিটি অংশই নানান ধরনের খেলা প্রচলিত রয়েছে।এগুলি প্রধানত মানুষের মনোরঞ্জনের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। ভিডিওতে উল্লিখিত ঘটনাটিও ঠিক অনেকটাই সেরকম প্রকৃতির।আমাদের এই বিশেষ প্রতিবেদনটি আপনার কেমন লাগলো তা জানাতে অবশ্যই ভুলবেন না এবং ভাইরাল ভিডিওটি সম্পর্কে কোন মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।









