Breaking News

“বাচ্চা যারই হোক সে সুস্থ হয়ে এই পৃথিবীতে আসুক”, – বললেন যশ, ভাইরাল ভিডিও !

নিজস্ব প্রতিবেদন:বিগত প্রায় বেশ কিছুদিন ধরেই সংবাদ শিরোনামে রয়েছেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরাত জাহান।দিন কয়েক আগেই নিজের ইনস্টাগ্রাম পোষ্টের মাধ্যমে নিজের মা হওয়ার খবর জানিয়েছেন তিনি। পাশাপাশি নিজের বিবাহকে আইনগতভাবে অবৈধ ঘোষণা করে সংবাদ শিরোনামে চলে এসেছেন এই নায়িকা।অপরদিকে নুসরাতের স্বামী নিখিল জৈন তাদের এই সন্তানকে সম্পূর্ণ অস্বীকার করে দিয়েছেন এমনকি তিনি বলেছেন নুসরাতের মা হওয়ার সম্বন্ধে তিনি কিছুই জানেন না। যার ফলস্বরূপ নেটিজেনদের সকলেই অবাক হয়ে গিয়েছেন।

আবারো নুসরাতের বন্ধু এবং চর্চিত প্রেমিক যশ দাশগুপ্তর নাম সকলের সামনে এসেছে। যদিও নিখিলের মতন যশও একইভাবে এই সন্তানকে অস্বিকার করে দিয়েছেন।যশ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বুঝিয়ে দিয়েছেন এবং লিখেছেন “তুমি কারুর প্রাক্তনকে ডেট করছো,কেউ আবার তোমার প্রাক্তনকে ডেট করছে আবার তোমার প্রাক্তন অন্য কারোর প্রাক্তনকে জীবনে পেয়েছে।আমরা সকলেই প্রাক্তন পুরুষ”। মজা করে এই পোস্ট করলেও অনেক কিছু বলে দিয়েছেন যশ ও নুসরত।

সন্দেহ করা হচ্ছে যশেরই সন্তান নুসরতের গর্ভে। নুসরাতের ঘনিষ্ঠ বান্ধবী এবং কথিত বোন মিমি চক্রবর্তী জানিয়েছেন সময় আসলে নুসরাতের গর্ভে কার সন্তান রয়েছে তারা সকলেই জানতে পারবেন। তাই অতিরিক্ত কৌতুহলের কোনরকম প্রয়োজন নেই। অন্যদিকে বর্তমানে নুসরাত জাহান নিজের বিবাহকে অবৈধ প্রমাণ করতে ব্যস্ত রয়েছেন।

এই পরিস্থিতিতে সম্প্রতি একটি বার্তা ভাইরাল হলো নেট মাধ্যমে।এই বার্তা থেকে জানা যাচ্ছে অভিনেতা যশ দাশগুপ্ত জানিয়েছেন সন্তান যারই হোক তা যেন সুস্থভাবে জন্মায়। অর্থাৎ এই সন্তানের প্রতি যশ দাশগুপ্তর আবেগ সকলের সামনে এসে পড়েছে। অতএব সন্দেহ করা হচ্ছে যে এই সন্তান তারই। এখন শুধু নুসরাতের বক্তব্যের অপেক্ষায় রয়েছেন নেটিজেনরা।

About kolkata buzz24x7

Check Also

‘আরআরআর’, ‘কেজিএফ’-এর মতো ‘অর্থহীন’ ছবি দেখবেন না, শ্রোতাদের অনুরোধ করলেন জুবিন

নিজস্ব প্রতিবেদন:বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রি বিভিন্ন চলচ্চিত্রে থেকেও বেশি পরিমাণে মানুষের মনে জায়গা করে নিয়েছে দক্ষিণের …

Leave a Reply

Your email address will not be published.