Breaking News

ভাগ্নিকে পড়াতে গিয়ে হাল খারাপ হয়ে গেলো দেবের, দারুন কায়দায় দুর্দান্ত অঙ্গভঙ্গিতে ভাগ্নিকে পড়াচ্ছে দেব, ভাইরাল ভিডিও!

নিজস্ব প্রতিবেদন :- বাংলার অভিনয় জগতে একজন জনপ্রিয় অভিনেতা হলেন দীপক অধিকারী ।এবং দীপক অধিকারী শুধুমাত্র একজন অভিনেতা তেমন কিন্তু নয়। তার পাশাপাশি এই বাংলার একজন দায়িত্ববান সাংসদ । ২০১১ সালে তৃণমূল কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে পদার্পণ করেন তিনি । তারপর ভোটে জিতে সাংসদ হন তিনি । এবং সংসদে যে কাজ থাকে মূলত মানুষের পাশে দাঁড়ানো তাদের সাহায্য করা সমস্ত কাজ গুলি দীপক অধিকারীর সাথে প্রতিনিয়ত করে চলেছে ।

কোনো শ্রমিককে বাড়ি ফেরানো হোক বা এই ল-কডা-উনে পরিবারকে খাবার তুলে দেয়া হোক ।  সমস্ত একহাতে করেছেন দীপক অধিকারী অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে শুরু করে অক্সিজেন সরবরাহ সবকিছুর উপরে নজর রেখেছেন তিনি । তার ভক্ত বা অনুগামী সংখা যথেষ্ট বেশি। শুধুমাত্র ভারতবর্ষে নয় ভারতবর্ষে বাইরে রয়েছে তার অনুগামী সংখ্যা । এবং অনেকেই জানতে চান যে দীপক অধিকারী বাড়িতে কেমন অর্থাৎ অভিনেতা এবং সাংসদ ছাড়া সাধারণ ঘরোয়া পরিবেশে দীপক অধিকারী কেমন ।

সে ব্যাপারে প্রশ্ন ছিল অনেকের । তেমন কোনো উত্তর পাওয়া না গেলেও সম্প্রতি পাওয়া গেল একটি ভিডিওর মাধ্যমে যা আপনাদের সামনে এই প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করব । সম্প্রতি ইউটিউবে ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে দেব নিজের ভাইজির সাথে খু-ন-সুটি করছেন এবং তার ভিডিও তুলে ধরেছেন সোশ্যাল মাধ্যমে। সেখানে কখনো দীপক অধিকারী কে দেখা যাচ্ছে তার ভাইজির সাথে আনন্দ মজা করে কেক কা-টতে ।

কখনো আবার দেখা যাচ্ছে খু-ন-সুটি করতে। পড়াশোনার মাঝে এই ধরনের খু-ন-সুটি মোটেও পছন্দ কর না দেব । তার ও প্রকাশ ঘটেছে সেই ভিডিওর মাধ্যমে । ইতিমধ্যে সমস্ত ভিডিও গু-লি কে একত্রে একটি ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে যা ঝ-ড়ের গ-তিতে ভাইরাল হয়েছে ।

About kolkata buzz24x7

Check Also

‘আরআরআর’, ‘কেজিএফ’-এর মতো ‘অর্থহীন’ ছবি দেখবেন না, শ্রোতাদের অনুরোধ করলেন জুবিন

নিজস্ব প্রতিবেদন:বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রি বিভিন্ন চলচ্চিত্রে থেকেও বেশি পরিমাণে মানুষের মনে জায়গা করে নিয়েছে দক্ষিণের …

Leave a Reply

Your email address will not be published.