







নিজস্ব প্রতিবেদন :-প্রতিনিয়ত আমাদের আশেপাশে বেড়েই চলেছে জালিয়াতির ঘটনা । ভুয়ো ফোন জালিয়াতি বা ব্যাংক থেকে টাকা পয়সা হাতায় করে নেওয়ার ঘটনা প্রতিনিয়ত পরিলক্ষিত হচ্ছে এবং মূলত এই সমস্ত ঘটনা গু-লি ঘটানো হয় সিম কার্ডের মাধ্যমে । কখনো কখনো দেখা গেছে যে একটি ব্যক্তির নামে একাধিক সিম কার্ড রয়েছে ।




এবার এই ঘটনার রাশ টানতে কেন্দ্রীয় সরকার তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে আপনার নামে যদি মাত্রারিক্ত সিম কার্ড থেকে থাকে তাহলে যাচাই পর্ব করা হবে এবং যাচাই যদি ফল না পাওয়াযায় তাহলে আপনার কানেকশন কেটে দেওয়া হবে।




একটি গ্রাহকের কাছে যদি নয় টির বেশি কানেকশন থেকে থাকে তাহলে সেই গ্রাহককে রিভেরিফিকেশন করতে হবে এবং non-verified এবং রিভেরিফিকেশন এর মধ্যে দিয়ে সেই গ্রাহক নিজের সিমের অস্তিত্ব বজায় রাখতে পারবে ডিসেম্বর জারি করা আদেশ অনুসারে, গ্রাহকরাদের সেই কানেকশন রাখার বিকল্প দেওয়া হবে, যা তাদের কাছে রাখতে চায় এবং বাকি কানেকশনগুলি ডিএক্টিভেট করতে চায়।




DoT আদেশে বলা হয়েছে- “যদি DoT দ্বারা করা ডেটা বিশ্লেষণের সময়, এটি পাওয়া যায় যে সমস্ত টেলিকম সংস্থাগুলিতে একজন গ্রাহকের নয়টির বেশি মোবাইল কানেকশন রয়েছে তবে মোবাইল কানেকশন রিভেরিফাই করার জন্য চিহ্নিত করা হবে।”পাশাপাশি চিহ্নিত গ্রাহকের সমস্ত আউটগোয়িং এবং ইনকামিং কল নির্দিষ্ট সময় অন্তর বন্ধ করে দেওয়া হবে বলে জানা যাচ্ছে ।




নিয়ম মোতাবেক, যে সিমের ক্ষেত্রে তথ্য যাচাই করা যায়নি, সেগুলির গ্রাহকরা যদি সিম ছেড়ে দিতে চান, তাহলে সেই সিমগুলির ডেটা পরিষেবা-সহ ‘আউটগোয়িং’ পরিষেবা ৩০ দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। ‘ইনকামিং’ পরিষেবা বন্ধ হয়ে যাবে ৪৫ দিনের মধ্যে। যদি গ্রাহকরা পুনরায় তথ্য যাচাই না করেন, তাহলে ৬০ দিনের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।




যে সময়সীমা ৭ ডিসেম্বর থেকে কার্যকর হবে।তবে যদি কোনও নম্বরকে চিহ্নিত করে কোনও এজেন্সি বা আর্থিক প্রতিষ্ঠান, তাহলে পাঁচদিনের মধ্যে ‘আউটগোয়িং’ পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। ১০ দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে ‘ইনকামিং’ পরিষেবা। যদি গ্রাহকরা পুনরায় যাচাই না করেন, তাহলে ১৫ দিনের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।











