







নিজস্ব প্রতিবেদন:- কিছু কিছু জুটি বা কাপল হিট হয়ে যায় প্রথম থেকেই। আর সেইসব কাপলের সন্তান হলে তারা জন্ম থেকেই জনপ্রিয় হয়ে যায়। তেমনই হলেন শুভশ্রী গাঙ্গুলী-রাজ চক্রবর্তী ও তাদের ছেলে ইউভান। শুভশ্রী গাঙ্গুলী-রাজ চক্রবর্তীর যখন বিয়ে হয়েছিল সেই সময়ে নেট দুনিয়াতে বড়োসড়ো শোরগোল পড়ে গিয়েছিল। আবার ২০২০ সালে যখন শুভশ্রী গাঙ্গুলী ও রাজ চক্রবর্তীর এক ছোট্ট ফুটফুটে ছেলে অর্থাৎ ইউভান হলো তখন সেও খুব জনপ্রিয় হয়ে গেল।




নেটিজেনরা এখন রাজ-শুভশ্রীর ছবি দেখলেই খুঁজে বেড়ায় ছোট্ট যুবানকে। কোথায় রয়েছে বা তার কিভাবে কাটছে দিন সে সমস্ত খুঁটিনাটি তথ্য জানতে চাই তার অনুগামীরা। ইউভানের জনপ্রিয়তা এতোখানি বৃদ্ধি পায় যে সে জন্মানোর পর থেকেই তাঁর নামে খুলে ফেলা হয়েছে একটি ফ্যান পেজ।




ইউভানকে নিয়ে মাঝে মাঝেই অনেক ভিডিও ভাইরাল হয়, তাকে আদর করে অনেকেই ভিডিও করে তা স্যোশাল মিডিয়ায় পোস্ট করেন অনেকেই। আবার ইউনানের নানান মজার মুহূর্ত স্যোশাল মিডিয়ায় দেখা যায়।সম্প্রতি দেখা গেল ইউভানের একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে ইউভান গাড়িতে বসে আছে। সেই গাড়িটি চালাচ্ছে তার মা অর্থাৎ শুভশ্রী গাঙ্গুলী।




ইউভান চুপ করে সিটবেল্ট বেঁধে বসে আছে। ভিডিওটি দেখেই বোঝা যাচ্ছে ইউভান তেমন কিছুই বুঝছে না। তবে সে বেশ মজা পাচ্ছে। সে পুরো ঘটনাটিকেই উপভোগ করছে।এই ভিডিওটি পোস্ট করার সাথে সাথে ভাইরাল হয়েছে। ইতিমধ্যে এই ভিডিওটি ছড়িয়ে পড়েছে সর্বত্র। এসেছে প্রচুর মন্তব্য। তার পাশাপাশি ইউভানের ফ্যান পেজ থেকে পুনরায় শেয়ার করা হয়েছে এই ভিডিওটি।











