







নিজস্ব প্রতিবেদন :- চাকরির সন্ধানে থাকি আমরা প্রত্যেকে । আমরা প্রত্যেকেই চাই যেন জীবনে একটা স্বপ্নের মতন চাকরি পেয়ে প্রতিষ্ঠিত হতে পারে এই সমাজে । বেকারত্বের কলঙ্ক মুছতে চাই প্রতিটি বেকার । কিন্তু যেমনভাবে হয়ে ওঠে না ।কারণ প্রতিনিয়ত রাজ্য তথা গোটা দেশে বাড়ছে বেকারের সংখ্যা । এবং বেকারত্ব দিক থেকে ভারত বর্ষ ক্রমশ এগিয়ে চলেছে । এবার সিভিল ডিফেন্স এবং হোম গার্ডের জন্য বেশ কিছু শূন্যস্থান পদের নিয়োগ জারি করল গোয়া গভমেন্ট ।




পোস্টের নাম:-হোম গার্ড এন্ড সিভিল ডিফেন্স ।
মাসিক বেতন :-বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে যে আবেদনকারীদের মাসিক বেতন ২০ হাজার থেকে ২৫ হাজার এর মধ্যে হবে।




শূন্যস্থান পদের সংখ্যা :-বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে মোট ২৯৬ শূন্যস্থান পদের জন্য নিয়োগ জারি করা হয়েছে ।
আবেদন মূল্য :-আবেদন মূল্য কারণ ক্ষেত্রে কোন কিছুই লাগবে না ।। অর্থাৎ আপনি সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন।




অভিজ্ঞতা::অভিজ্ঞতা তেমনভাবে কোন কিছু দরকার লাগবে না । তবে পোস্ট এবং পদের সংখ্যা অনুযায়ী নির্ধারণ করা হবে কিরকম অভিজ্ঞতা প্রয়োজন হবে।
বয়স:-আবেদনকারী বা প্রার্থীর বয়স অবশ্যই ১৮ বছর থেকে ৫০ বছরের মধ্যেভর্তি হতে হবে ।তবে তপশীল উপজাতিদের ক্ষেত্রে বিশেষ ছাড় রয়েছে নিয়ম অনুসারে ।




শিক্ষাগত যোগ্যতা :-আবেদনকারীকে অতি অবশ্যই কোন সরকার স্বীকৃত স্কুল বা কলেজ থেকে অষ্টম শ্রেণী পাস করতে হবে।
আবেদন পদ্ধতি:-যেহেতু সম্পূর্ণ আবেদন অনলাইন হবে ।। তাই এদের অফিশিয়াল ওয়েবসাইটে আপনাকে আবেদন করতে হবে ।এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি হল www.goa.gov.in











