







নিজস্ব প্রতিবেদন-বর্তমানে আমরা প্রত্যেকে একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি । দেশের যা অবস্থা তাতে ভেঙে পড়েছে সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক ।এমতাবস্থায় কবে সবকিছু আবার স্বাভাবিক হবে তা ভেবে পাচ্ছেন না কেউই । করোনা দ্বিতীয় ঢেউ রীতিমতো বেসামাল করে দিয়েছে গোটা ভারত বর্ষ কে ।




তার পাশাপাশি রাজ্য গুলোর দিকে দেখলেও একই চিত্র দেখা যাচ্ছে । শুধুমাত্র করোনা নয় তার পাশাপাশি বিভিন্ন ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ তারা আশেপাশে অঞ্চল গুলিকে একদম ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে । বিশাল ক্ষয় ক্ষ-তির মুখোমুখি এই মুহূর্তে গোটা ভারতবর্ষে । কিন্তু তবুও আমাদেরকে সচেতন থাকতে হবে ঘুরে দাঁড়াবার লক্ষ্য স্থির রাখতে হবে।




এই কঠিন সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার নির্দেশ দিয়েছে যাতে বাইরে বেরোলে অতি অবশ্যই মাস্ক পড়তে হবে তার পাশাপাশি নিরাপদ দূরত্ব বজায় রেখে যেন মেলামেশা করি । কিন্তু বর্তমানে বাজার ঘাটে চিত্রটা এর সম্পূর্ণ বিপরীত । মনেই হবেনা যে এই মহামারী ভারতের মধ্যে বিরাজ করছে ।




তা তো অসচেতন এবং দায়িত্বজ্ঞানহীনতার জন্য প্রতিনিয়ত বাড়ছে করোনা । লাফিয়ে বাড়ছে মৃ-ত্যু-সংখ্যা ।তাই সামাজিক সচেতনতা অতি অবশ্যই দরকার ।কিন্তু বাড়িতে বসে সামাজিক সচেতনতা কিভাবে দেওয়া যায় তার একটি অভিনব পদ্ধতি বের করেছে এই কয়েকজন যুবক এবং যুবতী ।




সম্প্রতি নাচের একটি গ্রুপ থেকে একটি নাচ প্রকাশ করা হয়েছে । এবং সেই নাচ এর মাধ্যমে তারা সকল মানুষদেরকে সামাজিক বার্তা প্রদান করতে চেয়েছেন । সেই নাচের মধ্যে নিরাপদ দূরত্ব মাস্ক পরা বার বার সাবান দিয়ে হাত ধোয়া স্যানিটাইজার করা ইত্যাদি সমস্ত ঘটনা তুলে ধরা হয়েছে । জনপ্রিয় একটি বাংলা গান আবার ঝড় থেমে যাবে গানের সাথে বাড়িতে থেকেই প্রত্যেকে ক্যামেরাবন্দি করেছেন নিজেকে । তার পাশাপাশি এই লকডাউন আমাদেরকে এমনটা শিক্ষা দিয়েছে যে দূরে থেকেও কিন্তু আমরা একসাথে থাকতে পারি। ইতিমধ্যে সেই ভিডিওটি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে । ছড়িয়ে পড়েছে সর্বত্র । এসেছে প্রচুর মন্তব্য ।











