







নিজস্ব প্রতিবেদন:-নিজের ক্যারিয়ার তৈরি করেছেন তিনি ক্রিকেট জগতে এবং অন্যজন নিজের ক্যারিয়ার তৈরি করেছেন অভিনয় জগতের । তাদের মেলবন্ধন হয়েছে গড়ে যখন উঠেছে এক সম্পর্ক তখন সেটি নতুন কিছু একটা রচনা করবে সে ব্যাপারে নতুন করে বলার কোন অপেক্ষা রাখেনা ।




একটি বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে তাদের মধ্যে আলাপ পরিচয় হয় ।তারপর ভাললাগা শুরু হয় এবং পরবর্তী ক্ষেত্রে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক থাকার পর অবশেষে তারা সাতপাকে বাঁধা পড়ে ।আমি এই মুহূর্তে বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি এবং জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মার কথা বলতে চলেছি ।




নিজের প্রতিভা তিনি ২২ গজে দেখিয়েছেন ।।অন্যজন আবার স্ক্রিনে অভিনয় দক্ষতা দিয়ে জয় করেছে লোকগুলো দর্শকের মন । তৈরি করেছে বড়ই অনুগামী মহল । কিন্তু তাদের মধ্যে সম্পর্ক তৈরি হওয়ার পর বিবাহ হয়েছে এবং বেশ কয়েকদিন আগে তাদের কোল আলো করে এসেছে ছোট্ট একটা কন্যা সন্তানের যার নাম ভামিকা । তার অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকে যে কখন তারা তাদের অর্থাৎ তার সে কন্যা সন্তানের মুখ দেখতে পারবে । কিন্তু এর আগে কখনোই ক্যামেরার সামনে প্রকাশ্যে নিয়ে আসেনি তার সন্তানকে। এবার প্রকাশ্যে ফটোশুট করলেন তার সন্তানের ।




তাদের সন্ধান কেমন দেখতে এই ধরনের মতামত তারা বাইরের মানুষের কাছ থেকে চান না । তাই এতদিন পর্যন্ত তারা ক্যামেরার সামনে নিয়ে আসেনি তাদেরকে সন্তানকে । তবে এবার সময় এসেছে তাকে সকলের সামনে আনার । তাই ফটোশপের মাধ্যমে প্রকাশের নিয়ে এলেন নিজের কন্যা সন্তানকে ।




সম্প্রতি ভিডিও প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে নানান ভঙ্গিমাতে নানান কায়দায় তার কন্যা সন্তানের ছবি তোলা হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে যে ছবিগুলি যখন সোশ্যাল মিডিয়াতে এসে উপস্থিত হয়েছে তখন এক প্রকার সেন্সেশন হয়ে উঠেছে এমনটা বলতেই পারেন । ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সে সমস্ত ছবিগুলি এবং ভিডিওগুলি ।











