







নিজস্ব প্রতিবেদন:বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা জিৎ মদনানিকে আমরা সকলেই চিনি।যুগের সঙ্গে তাল মিলিয়ে অনেকেই যেমন অভিনয় ছেড়ে রাজনীতির পথে পা বাড়িয়েছেন সেদিকেও দেখা যায়নি জিৎকে। নিজের পেশা এবং পরিবার নিয়েই সবসময় ব্যস্ত থাকেন এই অভিনেতা। একের পর এক সুপারহিট ছবি রয়েছে তার দখলে। প্রায় বিগত কুড়ি বছরেরও বেশি সময় তিনি রয়েছেন চলচ্চিত্র জগতের সঙ্গে।




শুধুমাত্র বাংলা সিনেমাই নয় একাধিক ওড়িয়া এবং দক্ষিনের চলচ্চিত্রেও অভিনয় করতে দেখা গেছে এই অভিনেতাকে। তবে বাণিজ্যিকভাবে সেই সব চলচ্চিত্রগুলি খুব একটা সাফল্য লাভ করতে পারেনি।বাংলা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই আকস্মিকভাবে জিৎ এর জনপ্রিয়তা হঠাৎ করেই খুব বেড়ে যায়।




একের পর এক জনপ্রিয় চলচ্চিত্র নিজের ঝুলিতে পুরতে থাকেন তিনি। এর মধ্যে রয়েছে সাথী, জোশ, শত্রু, দুই পৃথিবী, ফাইটার, “পাওয়ার,”বচ্চন”,”১০০% লাভ, সুলতান দ্য সেভিয়ার প্রভৃতি জনপ্রিয় চলচ্চিত্র।পেশাগতভাবে একজন জনপ্রিয় অভিনেতা হলেও সম্পূর্ণ অভিনয় জগৎ থেকে দূরে থাকা মোহনা বলে এক মহিলাকে বিবাহ করেছেন এই অভিনেতা। পেশায় স্কুলশিক্ষিকা স্ত্রীর সঙ্গে গত দীর্ঘ কয়েক বছর যাবৎ জমিয়ে সংসার করছেন তিনি।




অন্যান্য তারকাদের মতো সোশ্যাল মিডিয়াতেও সমানভাবে অ্যাক্টিভ জিত। প্রায়সময় নিজের পরিবারের সাথে নানান ধরনের ছবি শেয়ার করতে দেখা যায় অভিনেতা কে।প্রথাগতভাবে অন্যান্য সেলিব্রেটিদের মত বিবাহবিচ্ছেদের পথেও হাঁটেনি এই অভিনেতা। স্ত্রী মোহনা এবং কন্যা নবন্যাকে নিয়ে সুখের সংসার করছেন তিনি। এরমধ্যে অভিনেতার একটি ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে।




ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে বিশেষ অতিথির আগমনে জিৎ এর বাড়িতে আয়োজিত হয়েছিল বিশেষ পার্টি। সেই পার্টিতেই গোবিন্দা কে গান করতে শোনা গেলো। আর সেই গানের তালে নাচ করতে দেখা গেলো জিৎ এর স্ত্রীকে। জমজমাট সেই পার্টি তে জিৎ ও গানের তালে কোমর দুলিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তুমুল পরিমাণে ভাইরাল হয়েছে এই ভিডিও। চাইলে আপনারাও ভিডিওটি দেখে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন।











