







নিজস্ব প্রতিবেদন:-প্রতিনিয়ত পাল্টাচ্ছে পুরনো সব নিয়মগুলো এবং এই নিয়ম পাল্টানোর জন্য কিন্তু আমরা আরও উন্নত হচ্ছে বলা যেতে পারে । আধুনিক হচ্ছি। তার পাশাপাশি পাচ্ছি এমন কিছু ধরনের সুবিধা যেগুলি আগের তুলনায় আমাদের কাজকে আরও সহজ সরল করে দিচ্ছে ঠিক তেমনি হলো এবার আধার কার্ড নিয়ে । কারণ এই মুহূর্তে প্রতিটি ভারতীয় নাগরিকের কাছে আধারকার্ড হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নথী । এমন কোন জায়গা নেই যেখানে আধার কার্ডের দরকার পড়েনা । ব্যাংকের পাস বই থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স মেডিক্লেম এমনকি স্কুলে ভর্তি হওয়ার ক্ষেত্রেও আধার কার্ড থাকা বাঞ্ছনীয়।




এই আধার কার্ড তৈরি করা এবং সকলের মধ্যে বন্টন করার গুরু দায়িত্ব দেয়া হয়েছিল UIDAI সংস্থার উপর এবং তারা সেই কাজ অত্যন্ত সুষ্ঠুভাবে করে চলেছে প্রতিটি বছর । কিন্তু সেই সংস্থার তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে দুইটি বড় পরিবর্তন আনা হয়েছে আধার কার্ডের ক্ষেত্রে এবং এই দুইটি বড় পরিবর্তন আপনাদেরকে জানাতে অবশ্যই দরকার যা নিম্নরূপ।




প্রথম যে পরিবর্তন এনেছে সেটি হলো রি প্রিন্ট:-এখন থেকে আর আধার কার্ড রী প্রিন্ট করানো যাবেনা ।’ অফিশিয়াল ওয়েবসাইটে এই অপশনটি মুছে দেওয়া হয়েছে । গ্রাহকরা পিভিসি কার্ড এর জন্য যেটি অনেকটা এটিএম কার্ড এর মতন দেখতে হয় তার জন্য আবেদন করতে পারেন অনলাইনে । যার ফলে কয়েক দিনের মধ্যে বড় আধার কার্ড এর পরিবর্তে চলে আসবে ছোট ক্রেডিট কার্ড এর মতন একটি আধার কার্ড ।




এর ফলে একটি বহনযোগ্য হবে এবং সাধারণ মানুষ অনেকটা সুবিধা হবে বলে অনুমান করা হচ্ছে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের নিয়মের পরিবর্তন আনতে চলেছে এই সংস্থা যার ফলে নতুন আধার কার্ড অ্যাপ্লিকেশন চালু হতে চলেছে বাজারে এবং এখানে আপনি আপডেটসহ আরো ৩৫ টি নতুন সংযোজন পেয়ে যাবেন।




দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ দুটি পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে তার মধ্যে একটি হলো ভ্যালিডেশন লেটারের মাধ্যমে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করা। এই ব্যবস্থার মাধ্যমে মূলত যে সকল ব্যক্তিরা ভাড়াবাড়িতে ভাড়াটিয়া হিসাবে থাকতেন তারা এই লেটারের মাধ্যমে নিজেদের আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে পারতেন।কিন্তু বিশেষজ্ঞরা এ ক্ষেত্রে প্রচুর অনিয়ম লক্ষ্য করছে যার ফলে এখন আর গ্রাহকরা ভ্যালিডেশন লেটার দিয়ে ঠিকানা পরিবর্তন করতে পারবে না তার জন্য অতি অবশ্যই সরকারি ভ্যালিড কোন এড্রেস প্রুফ তাদেরকে দেখাতে হবে ।











