







নিজস্ব প্রতিবেদন:-আমাদের প্রতিনিয়ত জীবনে এমন অনেক ঘটনাই ঘটে থাকে যা আমাদের হাসায়, কাঁদায়, বা অনুপ্রেরণা জাগায়। তার সাথে সাথে আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত এমন অনেক ভিডিও বা ছবি ভাইরাল হয় যা কখনো কখনো আমাদের অনুপ্রেরণা জায়গায় ,কখনো বা আমাদের হাসতে শেখায়, আবার কখনো আমাদর শিক্ষা দেয় বুক চিতিয়ে শেষ নিঃশ্বাস অবধি ল-ড়াই এর ।




বর্তমানে সামাজিক মাধ্যমে এরোম অনেক ছোট বড় ঘটনা আমাদের নজরে আসে ।এ প্রজন্মের সবথেকে গুরুত্বপূর্ণ শব্দটি যেটি সোশ্যাল মিডিয়ার সাথে বা সামাজিক মাধ্যম এর সাথে যুক্ত সেটি হল” ভাইরাল ” ।এই ভাইরাল শব্দের মাধ্যমে আমরা সাধারণত কোন কিছুর গুরুত্ব বিচার করে থাকি ।




যে সমস্ত পশুপাখিরা জন্তু জানোয়াররা বনে জঙ্গলে বসবাস করে তাদের জীবন রীতিমতো দুর্বি-ষহ কারণ কখন যে আ-ক্র-মণ তাদের দিকে দিয়ে আসবে আগে থেকে টের পাওয়া মুশকিল তাই তারা তাদের কে বাঁচিয়ে রাখতে প্রতিনিয়ত করে সংগ্রাম এবং কখনও কখনও এই সংগ্রাম এতটা কঠিন হয়ে ওঠে যে সেগুলি ভিডিওর মাধ্যমে যখন আমাদের সামনে উঠে আসে তখন আমরা আবেগপ্রবণ হয়ে পড়ি শুধুমাত্র নিজেকে বাঁচানোর পাশাপাশি নিজের সন্তানকে বাচাঁনোর দায়িত্ব পড়ে সেই সমস্ত পশু-পাখি জন্তু-জানোয়ার প্রতি সম্প্রতি সেরকম একটি ঘটনা দেখা গেল।




ভিডিওতে দেখা যাচ্ছে যে, একটি পাইথন সাপ একটি হনুমান এর বাচ্চাকে আ-ক্রম-ণের জন্য এগিয়ে আসছে । রীতিমতো প্রথমদিকে ভ-য়ে স-ন্ত্রস্ত হয়ে পড়ে সেই হনুমানটি । কিন্তু এমতাবস্থায় সে কি করবে সেটাই বুঝে উঠতে পারছিল না । কিন্তু সাপটি রীতিমতো তার দিকে আক্রমণের জন্য এগিয়ে আসছে এবং ও কিছুক্ষণ পর হনুমানটি আ-ক্র-মণ করলো সেই সাপটি । কিন্তু সেখানে ঘটলো মিরাক্কেল । সেখানে হটাত চলে আসে এক গ্রামবাসী ।




এক গ্রামবাসী সে জঙ্গলে পথ দিয়ে পেরচ্ছিল । তখন তার নজরে এই ঘটনাটি আসে । এবং সে তৎক্ষণাৎ সাপের ক-বল থেকে হনুমান টিকে রক্ষা করে এবং সাপটি কে নিরাপদ একটি জায়গাতে ছেড়ে দিয়ে আসে ।ভিডিওতে দেখানো সেই গ্রামবাসীর পারদর্শিতা এবং সাহসিকতা অনেকে প্রশংসা করেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে । তার পাশাপাশি কমেন্ট সেকশনে অনেকেই এই ধরনের নজিরবিহীন ঘটনা তুলে ধরার জন্য ধন্যবাদ জানিয়েছেন সোশ্যাল মিডিয়াকে । ভিডিওতে ইতিমধ্যে প্রচুর ভিউজ এসেছে । তার পাশাপাশি এসেছে প্রচুর কমেন্ট ও শেয়ারের সংখ্যা ।











