







নিজস্ব প্রতিবেদন :-ছোট বাচ্চাদেরকে শুরু করে বড়দের কেউ যদি জিজ্ঞেস করেন যে আপনার ইচ্ছে কি তাহলে হয়তো অনেকেই এই উত্তরটি দেবে যে তাদের ঘুরতে ভালো লাগে । জঙ্গলে কথা বললেই মাথায় যে কথাটি সর্বপ্রথম আসে সেটি হলো বাঘ ভাল্লুক হিংস্র জন্তু এবং তার সাথে সাথে বড় বড় গাছ । যেখানে পৌঁছায় না সূর্যের আলো । কিন্তু যারা ট্রাভেলিং করতে পারে না বা জঙ্গলে যায়নি তাদের ক্ষেত্রে কি হবে।




তার কোন আফসোস বর্তমান এ রাখেনি এই সোশ্যাল মিডিয়া । কারণ সোশ্যাল মিডিয়ার ধরুন আমরা জঙ্গলে গভীরতম স্থান থেকে পাহাড়ে সবথেকে উঁচু জায়গা দেখতে পায় শুধুমাত্র হাতে থাকা স্মার্ট ফোনের ডিসপ্লেতে । কিন্তু সম্প্রতি যে ঘটনাটি প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে এবং বলাবাহুল্য ভাইরাল হয়েছে তা রীতিমত অবাক করার মতন এবং খুব বিরল । কারণ এই ঘটনা দেখা গেছে একটি উট পাখির সাথে যুদ্ধে লিপ্ত হতে তিনটি লেপার্ড কে।




খাদ্য শৃঙ্খল এর এই তালিকায় বা পিরামিডের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য একে অপরকে সংগ্রাম করে চলতে হয় । কাজেই শিকার খুব সাধারন একটা ঘটনা জঙ্গলে থাকা পশু পাখিদের মধ্যে । এই ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি উট পাখি দেখতে পেয়ে তারা করে তিনটি বাঘ এবং উটপাখি বিষয়টি বুঝতে পেরে তৎক্ষনাৎ সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় । অবশেষে সেই তিনটি বাঘ তাকে আক্রমণ করতে সক্ষম হয় । মুহুর্তের মধ্যে ভাইরাল রয়েছে এবং ছড়িয়ে পড়েছে সর্বত্র । তার পাশাপাশি অনেকে এই ধরনের ভিডিও দেখে আপ্লুত তাই শেয়ার করে রেখেছে নিজের টাইমলাইনে ।











