







নিজস্ব প্রতিবেদন:লকডাউন এর সময় গতবছরের সোশ্যাল মিডিয়া আলাদের জীবন যাপনের একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছিল। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছিলেন এক ব্যক্তি।লকডাউনে চা খেতে বাইরে বেরিয়ে এসে সকলের মজার পাত্র হয়ে গিয়েছিলেন মৃদুল বাবু।ইন্টারনেট দুনিয়ার বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল তাদের একটি ভিডিও।




ভাইরাল সেই ভিডিওটি দেখে সকলে মজা করলেও পরবর্তীকালে জানা যায় দিন আনা দিন খাওয়া মানুষ ছিলেন মৃদুল বাবু। তাই তাকে নিয়ে মজা করাটা যে একেবারেই উচিত হয়নি এমন টাই মনে করেন সকলে। এমতাবস্থায় তার পাশে এসে দাঁড়ান যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। এরপর থেকেই চা—কাকুর জীবনের মোড় অনেকটাই পরিবর্তিত হয়ে যায়।




সম্প্রতি এইটা নিয়েই দোকান খুলে ফেলেছেন তিনি। যে চা তাকে পরিচিতি এনে দিয়েছিল সেই চাকে সম্মান জানাতেই বোধহয় এই সিদ্ধান্ত।দিন দুয়েক আগে ফেসবুক পোস্টের মাধ্যমে মৃদুল বাবু নিজের দোকানে সকলকে চা খেতে আসার আমন্ত্রণ জানিয়েছেন।




তিনি ছবি দিয়ে লেখেন কারুর যদি কোনদিন চা খেতে ইচ্ছা করে তবে তারা যেন অবশ্যই তার দোকানে গিয়ে চা খান। তার চা প্রেম যে পরবর্তীকালে তার জীবিকায় পরিণত হতে পারে তা দেখে সোশ্যাল মিডিয়ার আপামর জনতা বেশ খুশি হয়েছেন। মুহূর্তের মধ্যেই তাঁর এই পোস্ট ভাইরাল হয়ে ওঠে নেট দুনিয়ায়।




সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এই ধরনের অনেক ঘটনা দেখতে পাই।চাইলে আপনারাও এই ভাইরাল ঘটনাবলী সম্পর্কে অবহিত হতে পারেন। আমাদের এই প্রতিবেদনটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই ভুলবেন না। প্রতিবেদনটি সম্পর্কে নিজস্ব কোন মতামত থাকলে আমাদের সঙ্গে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন।











