







নিজস্ব প্রতিবেদন:24 ঘন্টার মধ্যে একটি বিশেষ নাম্বারে ফোন করতে না পারলে ভোডাফোন আইডিয়ার সিম বন্ধ হয়ে যেতে পারে। হয়তো আপনারাও শুনে অনেকটাই অবাক হয়েছেন কিন্তু সম্প্রতি অনেক ফোনে এরকম ধরনের মেসেজ আসছে। তবে ঘটনাটি একেবারেই মিথ্যে। প্রসঙ্গত এই ধরনের মেসেজ এর মাধ্যমে ফোনের ডাটা চুরি করে নেওয়া হচ্ছে ভিআই গ্রাহকদের। বেশিরভাগ ভিআই সিমের ফোনে এই ঘটনা ঘটতে দেখা গিয়েছে বলে খবর।




এই ফেক মেসেজটি অনেকটা এইরকম “প্রিয় গ্রাহক, আপনার ভোডাফোন-আইডিয়ার ই-কেওয়াইসি (e-KYC বা নো ইয়োর কাস্টমার) হয়নি। দ্রুত e-KYC করানোর জন্য হেল্পলাইন নম্বর ৭৮৯XXXXX-তে ফোন করুন। আপনি যদি সেই প্রক্রিয়া সম্পূর্ণ না করেন, তাহলে আপনার মোবাইল নম্বর ২৪ ঘণ্টা পর বন্ধ করে দেওয়া হবে”।




কিন্তু কিভাবে চুরি করা হচ্ছে তথ্য? ভুয়ো মেসেজে উল্লেখিত নম্বরে ফোন করলেই ইমেল আইডি, ঠিকানা, আধার কার্ড, ছবিব মতো গ্রাহকদের ব্যক্তিগত তথ্যগত চাওয়া হতে পারে। কোনও বাহানায় চাওয়া হতে পারে ফোনে আসা ওটিপি। তা দিয়ে দিলেই মুহূর্তের মধ্যে চুরি হয়ে যেতে পারে সব তথ্য। এমনকি যদি আপনার ফোনে ব্যাংকের কোন তথ্য দেওয়া থাকে তাও ভাইরাল হয়ে যেতে পারে। সুতরাং এইসব ভুয়ো মেসেজ কে একেবারেই সমর্থন করবেন না। যতটা সম্ভব সতর্ক থাকার চেষ্টা করুন।











