







নিজস্ব প্রতিবেদন:বিগত কয়েক দিন ধরে রাজ্যের বিক্ষিপ্ত অঞ্চলজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। যার ফলস্বরুপ অনেক জায়গাতেই বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। সম্প্রতি আবারও এই অবস্থার মধ্যে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের কথা অনুযায়ী জানা গিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, আজ এবং কাল এই নিম্নচাপ শক্তিশালী হয়ে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে।




শেষবার গত জুলাই মাসে উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হয়। এরপর বাংলাদেশ উপকূল দিয়ে স্থলভূমিতে প্রবেশের পর পশ্চিমবঙ্গের উপরে চলে আসে। মাত্র কয়েকদিনের ব্যবধানে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়া ভালো চোখে দেখছেন না আবহাওয়াবিদেরা। জুলাই মাসের শেষ দিক বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে মাত্র তিন-চার দিনের মধ্যেই স্বাভাবিকের থেকে প্রায় 319% বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে।




জুলাই মাসে দক্ষিণবঙ্গের 27 শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। তিলোত্তমা শহর কলকাতায় 39 শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। অপরদিকে নদিয়ায় স্বাভাবিকের থেকে 22 শতাংশ কম বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে। বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে যথাক্রমে এই বৃষ্টির পরিমাণ কমে গিয়েছে 10 এবং 6 শতাংশ। উত্তরবঙ্গের অনেক জেলাতেও বৃষ্টিপাতের পরিমাণ এর ঘাটতি লক্ষ্য করা গিয়েছে। তবে এর বিশেষ কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি তাপমাত্রার ক্ষেত্রে।











