







নিজস্ব প্রতিবেদন :- আমরা যত উন্নত হচ্ছি ততই যেন বি-পদ আমাদের চারিদিকে গ্রা-স ক-রে বসছে । হাতের কাছে এক মুহূর্তে সবকিছু পেয়ে যাচ্ছি বলেই হয়তো তার সাথে সাথে পা-ল্লা দি-য়ে বেড়ে চলেছে বিপদের সংখ্যা । এবং এই বি-পদ বিভিন্ন ধরনের হতে পারে বিভিন্ন রকমের হতে পারে । তার ঘটনার প্রমাণ আমরা বহুবার পেয়েছি । আগামী দিনেও যে পাবো সেটি আর বলার অবকাশ রাখে না । কারণ সবকিছু পাল্টে গেল পাল্টাবে না মানুষের মানসিকতা।




আর এই সমস্ত ঘটনাবলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের চোখের সামনে ভেসে ওঠে বলেই হয়তো আমরা প্রতিদিন সজাগ হয়ে উঠছি এবং শিক্ষা নিচ্ছি সেই সমস্ত ঘটনা গু-লি থেকে । যাতে ভবিষ্যতে আমাদের সাথে সেই ধরণের কোনো ঘটনা না ঘটে । কিন্তু সম্প্রতি যে ঘটনাটি দেখা গেল সেটি রীতিমতো আ-শ্চ-র্যজনক এবং যথেষ্ট অবাক করার মতন ।




আমরা যারা ট্রেনে যাতায়াত করি তারা হয়তো এই ঘটনার সাথে ভালো রকম ভাবে মিল খুঁজে পাবেন । কারণ সম্প্রতি যে ঘটনাটি দেখা গেছে সেটা নিতান্তই একটি ভয়-ঙ্কর ঘটনা । সেখানে দেখা যাচ্ছে যে একটি যুবক ট্রেনের ভেতর থেকে জানালা দিয়ে তার নিজস্ব মোবাইল ক্যামেরার মাধ্যমে বাইরে প্রাকৃতিক দৃশ্য ক্যামেরা-ব-ন্দি করছিলেন । কিন্তু সেই ট্রে-নের গ-তিবেগ অত্যন্ত কম ছিল । কারণ ট্রেনটি সবেমাত্র প্ল্যাটফর্ম থেকে ছেড়েছে বা প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে । আর সেই সময়ে ঘটে গেল এই দু-র্ঘ-ট-না ।




ভিডিওতে দেখা যাচ্ছে যে এক মহিলা রেল লাইনের উপর দাঁড়িয়ে রয়েছে । এবং তার মানসিকতা মোটেও ভাল ছিল না । অর্থাৎ যেহেতু ট্রে-নের গতি-বেগ খুব কম ছিল এবং ওই যুবক জানলা দিয়ে ক্যামেরাবন্দি করছিলেন । তাই মোবাইলটি ছি-নিয়ে নে-ওয়ার প-রি-কল্পনা ক-রছিলেন বাইরে থাকা ঐ মহিলাটি । কিন্তু তিনি বিফলে যান । আগে থেকে যুবকটি সেটি বুঝতে পেরে যাওয়াতে তৎক্ষণাৎ মোবাইলটি ট্রেনের ভেতরে ঢুকিয়ে নেয় । যার ফলে বেঁচে যায় তার মোবাইল।















