







নিজস্ব প্রতিবেদন :-আমরা আগেই বলেছি যে আমরা উন্নত হচ্ছি । কিন্তু তার সাথে সাথে বিপদ আমাদের চারদিকে ঘিরে ধরে ফেলছে প্রতিনিয়ত । এ কথা হয়তো মাঝেমধ্যে আমরা টের পায় । আবার অনেকেই অস্বীকার করেন । কিন্তু সম্প্রতি সেই চিত্র দেখা গেল এই ভিডিওর মাধ্যমে । আগেকার যুগের মানুষেরা জমিতে চাষ করার জন্য লাঙ্গল দিত । এবং এই লাঙ্গলের জন্য ব্যবহার করা হতো গবাদি পশুদের কে । অর্থাৎ গরু-মোষ এদেরকে ।কিন্তু সভ্যতার উন্নত হতে হতে সে সমস্ত জিনিসের পরিবর্তন এসেছে । এখন আর গরু দিয়ে নয় বরং ট্রাক্টর দিয়ে চাষ করা হয়।




ট্রাক্টর এমন এক শক্তিশালী যন্ত্র যা মূলত মাটি কাঁদা মাঠ এর মধ্যে চাষ করার জন্য বিশেষভাবে তৈরি হয়েছে । তাই গরু-মোষের পরিবর্তে এখন প্রতিটি মানুষ ট্রাক্টরের লাঙ্গল দেয় । এতে ফল ভালো হয় এবং কম সময় লাগে তার পাশাপাশি শারীরিক পরিশ্রম করতে হয় না তেমন ভাবে ।তাই প্রতিনিয়ত গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে এই পদ্ধতি এবং এই ব্যবস্থা ।কিন্তু মাঝেমধ্যে এই উচ্চশক্তিসম্পন্ন ট্রাক্টর কেউ পড়তে হয় বিপদে ।।তখন কি করা যায়।




সম্প্রতি একটি ভিডিও প্রকাশিত হয়েছে ইউটিউব এ সেখানে দেখা যাচ্ছে যে মাঠের মধ্যে চাষ করছিল একটি ট্রাক্টর। কিন্তু হঠাৎ করে কাঁদার মধ্যে আটকে যায় সেটা । অনেক রকম ভাবে চেষ্টাচরিত্র করার পরও কোনো রকম ভাবে সেটি কাদা থেকে বেরিয়ে আসতে পারছিল না সে ট্রাক্টরটি ।




তখন তাকে সাহায্য করতে এগিয়ে আসে পাশের মাঠে বা খেতে থাকা অন্য একটি ট্রাক্টর । কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল সেই ট্রাক্টর দাড়াও কোনো রকম কোনো উপকার হচ্ছিল না । তখন তাকে সাহায্য করতে এগিয়ে আসে পাশে থাকা একটি জেসিবি । সে তার সর্বশক্তি দিয়ে সে ট্রাকটিকে কাদা থেকে তুলতে সক্ষম হয় । ট্রাক্টর এবং জেসির যৌথ উদ্যোগে মাটিতে আটকে পড়ে যাওয়াটা উদ্ধার করা সম্ভব হয়ে ওঠে ।











