







নিজস্ব প্রতিবেদন:রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি কোনো নতুন ব্যাপার নয়। ক্রমাগত রান্নার গ্যাসের ক্ষেত্রে দামের হেরফের ঘটতেই থাকে। আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন রান্নার গ্যাসের ক্রমাগত দামের পরিবর্তন নিয়ে। সম্প্রতি দিন কয়েক আগেই রান্নার গ্যাসের মূল্য হ্রাস পেয়েছে মা-রা-ত্মক পরিমাণে।




প্রসঙ্গত দিল্লীতে ১৯ কিলোগ্রাম বাণিজ্যিক সিলিন্ডারের দাম আগে ছিল ১৫৯৫.৫০ টাকা। আর সেই দাম ১ লা জুন থেকে ১২২ টাকা কমে গিয়ে দাঁড়িয়েছে ১৪৭৩.৫০ টাকা। সরকারী পেট্রোলিয়াম কোম্পানি ১৯ কিলোগ্রাম বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৪৫.৫০ টাকা কমানোর পর ১৬৪১ টাকা থেকে কমে দাঁড়িয়েছিল ১৫৯৫.৫০ টাকা।




একইভাবে বাণিজ্য নগরী মুম্বাইয়ে মে মাসে ১৯ কিলোগ্রাম বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১৫৪৫ টাকা। তবে জুন মাসে সেই দাম কমে দাঁড়িয়েছে ১৪২২.৫০ টাকা। মেট্রো শহর কলকাতার মে মাসে ১৯ কিলোগ্রাম বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১৬৬৭.৫০ টাকা। তবে জুন মাসে সেই দাম কমে দাঁড়িয়েছে ১৫৪৪.৫০ টাকা।চেন্নাইয়ে মে মাসে ১৯ কিলোগ্রাম বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১৭২৫.৫০ টাকা। তবে জুন মাসে সেই দাম কমে দাঁড়িয়েছে ১৬০৩ টাকা।











