







নিজস্ব প্রতিবেদন:বিগত বেশ কিছুদিন ধরেই সোনার দাম এর পতন লক্ষ্য করা যাচ্ছিল এমতবস্তায় মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে সোনার দাম প্রায় আট হাজার টাকা কম হয়ে গেল। হয়তো প্রতিবেদনটি এতদূর পড়ার পর অনেকেই অবাক হয়ে গিয়েছেন। তবে একথা আশ্চর্যজনকভাবে সত্যি।গতবছর আগস্ট এর দিকে সোনার দাম ছিল প্রায় ৫৬ হাজার ২০০ টাকা এবারে সেই দিক থেকে সোনার দামের অনেকটাই পতন হয়েছে। আগের সপ্তাহে হিসাব অনুযায়ী ১০ গ্রাম সোনার দাম ৪০০ টাকা কমে ছিল।




এরপর চলতি বছর ফেব্রুয়ারি মাসের শুরুর দিক থেকেই ক্রমাগত সোনার দাম এর প্রথম শুরু হয়। এমনকি এপ্রিল মাসের প্রথমদিকে সোনার দাম 42 হাজার এর ঘরে নেমে গিয়েছিল। বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী সেই সোনার দাম প্রায় মাস দুয়েক পতনের দিকে যাচ্ছিল। এমতাবস্তায় বড় পতন দেখে অবাক হয়ে গিয়েছেন সকলে।




পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বাজারে আজ 22 ক্যারেট সোনার দাম 4725 টাকা,8 গ্রাম সোনার দাম 37 হাজার 800 টাকা, 10 গ্রাম সোনার দাম 47 হাজার 250 টাকা, 100 গ্রাম সোনার দাম 4 লক্ষ 72 হাজার 500 টাকা। অপরদিকে ঠিক একইভাবে 24 ক্যারেট সোনার মূল্য 4995 টাকা, 8 গ্রামের দাম 39 হাজার 960 টাকা, দশ গ্রামের দাম 49 হাজার 950 টাকা এবং 100 গ্রামের দাম 4 লক্ষ 99 হাজার 500 টাকা।











