







নিজস্ব প্রতিবেদন:-প্রতিনিয়ত বেড়েই চলেছে পেট্রোল এবং ডিজেলের দাম । আমরা যত উন্নত হচ্ছি তত বাড়ছে পেট্রোলের দাম । এইজন্য গোটা দেশজুড়ে বিক্ষোভ দেখা দিয়েছে সরকারের বিরুদ্ধে । কিন্তু সরকার রীতিমতো নিশ্চুপ । কোনকিছুকেই তোয়াক্কা না করে প্রতিনিয়ত বাড়িয়ে দিচ্ছে পেট্রোল এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম । যেহেতু আমাদের প্রত্যেকের কাছে একটি করে গাড়ি থাকে তাই সেই সমস্ত মানুষরা সবথেকে বেশী অসুবিধায় পড়ে যখন তারা পেট্রোল পাম্পে যায় । তাই তারা বাধ্য হয়ে নিজের পছন্দের গাড়িকে তুলে রেখে দেয় গ্যারেজে।




কিন্তু বর্তমানে পেট্রোল চালিত গাড়ি গুলিকে যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু দেখব যে বর্তমান বাজার দখল করতে চলেছি ইলেকট্রিক গাড়ি গুলো যেগুলো চাহিদা বর্তমান বাজারে প্রচুর পরিমাণে । এবং এই সমস্ত গাড়ি গুলি অত্যধিক মাত্রায় ব্যবহৃত হচ্ছে । যার ফলে গাড়ি নির্মাতা কোম্পানি প্রতিনিয়ত যুক্ত করছে নতুন নতুন আধুনিক প্রযুক্তি । সম্প্রতি একটি গাড়ি বাজারে এসেছে ২০০ কিলোমিটার চলবে একবার চার্জ দিলে । না কোনো রকম কোনো মিথ্যে কথা নয় এমনটা ঘটেছে সে গাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য ।




২০১৫ সালে ওকিনাওয়া নামের একটি ভারতীয় সংস্থা স্কুটার নির্মাণ শুরু করে। এই সংস্থায় এই বিশেষ স্কুটার লঞ্চ করতে চলেছে। ওকিনাওয়া নামের ভারতীয় স্কুটার নির্মাণ সংস্থা টি বর্তমানে দুই চাকার গাড়ি নির্মাণে শীর্ষস্থানে রয়েছে। ওকিনাওয়া সংস্থা দ্বারা লঞ্চ করা এই স্কুটারটির মডেল Oki90 হতে পারে বলে জানা যাচ্ছে। আগামী বছর অর্থাৎ ২০২২ সালের প্রথম তিন মাসের মধ্যেই লঞ্চ হতে পারে অথবা অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে এই স্কুটার লঞ্চ হতে পারে।




সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ওকিনাওয়া ওকি ৯০ (Oki90) স্কুটার টির সর্বোচ্চ গতিবেগ থাকবে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা। এছাড়াও এই স্কুটিতে থাকবে অত্যাধুনিক ফিচারস তারমধ্যে উল্ল্যেখযোগ্য গুলি হল ব্লুটুথ কানেক্টিভিটি,স্মার্টফোন কানেক্টিভিটি ,জিও ফেন্সিং, নেভিগেশন ইত্যাদি। বাজারে এই স্কুটারের দাম হবে অনুমান করা যাচ্ছে 1 লক্ষ টাকার কাছাকাছি। এখন শুধুমাত্র লঞ্চ হওয়ার অপেক্ষা।











