







নিজস্ব প্রতিবেদন:-প্রতিটা জীবজন্তু পশুপাখি বা মনুষ্য প্রজাতির উপর আমাদের সংবেদনশীল সহানুভূতিশীল হওয়া দরকার । কারণ তারাও একটা প্রাণের অধিকারী । তাদের মধ্যে সেই সমস্ত অনুভূতি বর্তমান একটা মানুষের মধ্যে রয়েছে। তাদেরকে আঘাত করলে কষ্ট হয় তাদেরও যন্ত্রণা অনুভুতি হয় ।




কিন্তু এ সমস্ত বিষয়গুলি কে আমরা উপেক্ষা করেই অনেক সময় অবলা পশু-পাখি জন্তু-জানোয়ার দের কে আ-ঘা-ত দিয়ে থাকে । অপরদিকে এমনটা বললে ভুল হবে না যে কখনও কখনও সেই সমস্ত পশু-পাখি জন্তু-জানোয়ার রাও কিন্তু মনুষ্য প্রজাতির উপর আ-ক্র-মন করে এমনকি কেড়ে নেয় জল জ্যান্ত প্রাণ।




আপনি যদি দক্ষিণ ভারতের দিকে একটু নজর রাখেন অর্থাৎ কেরালা তামিলনাড়ু ইত্যাদি জায়গার দিকে তাহলে দেখবেন যে সেখানকার মানুষেরা কিন্তু তন্ত হাতি প্রেমী হয় সেখানকার মানুষের কাছেই ভগবান হচ্ছে হাতি । তাই যদি কোনো কারণে তাদের বাড়ির সামনে হাতি চলাফেরা করে তাহলে তাকে তার আবার আ-ঘা-ত করা বা কোনো রকম কোনো প্রয়াস তাদের মধ্যে দেখা যায় না বরং তারা তাদের বাড়িতে থাকার সামান্য খাবার দিয়ে সে হাতিকে খাওয়ানোর চেষ্টা করে । যার ফলে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ বা সম্পর্ক স্থাপন হয়ে গেছে হাতির সাথে । সম্প্রতি সেরকম একটি ভিডিও দেখা গেল এবার ইউটিউবে।




সম্প্রতি ভিডিও প্রকাশিত হয়েছিল সেখানে দেখা যাচ্ছে যে একটি গ্রামের জঙ্গলের মধ্যে কোন কারণে প্রবেশ করেছে ক্ষু-ধার্ত একটি হাতি । কাউকে কোনো রকম কোনো আ-ঘাত করেনি সে । কিন্তু বাড়ির দরজায় এসে দাড়িয়ে থাকে খাবারের সন্ধানে ।সেই গ্রামের বাসিন্দারা যে যেমন পেরেছে খাবার হাজির করেছে তার সামনে । ভিডিও দেখা যাচ্ছে যে সে হাতিটি তার লম্বা সুরের সাহায্যে এক এক করে সেই সমস্ত খাবার গুলি খাচ্ছে । ইতি মধ্যে ভিডিওটি ব্যাপক পরিমাণে ভাইরাল রয়েছে । তার পাশাপাশি ভিডিওটি মন ছুঁয়েছে দর্শকদের ।
https://youtu.be/Y5kcf-qpp8M











