







নিজস্ব প্রতিবেদন:-প্রতিনিয়ত বাড়ছে গাড়ির চাহিদা । বাড়িতে একটি করে গাড়ি রাখা অত্যন্ত জরুরী বলে মনে করছে এখনকার যুগের প্রত্যেককে । কিন্তু যে হারে বেড়ে চলেছে পেট্রোল এবং ডিজেলের দাম তাতে আগামী দিনে ঠিক কতখানি ইচ্ছে জন্মাবে মানুষের মধ্যে তা নিয়ে রয়েছে সংশয় । তবে সেই ইচ্ছাকে প্রশ্রয় দিতেন বাজারে টাটা মোটরসের একটি নতুন ইলেকট্রনিক গাড়ি লঞ্চ করা হলো । এটি তার দ্বিতীয় ইলেকট্রনিক্স গাড়ি এবং এই গাড়িটির নাম হচ্ছে টিগর ইভি।




আসুন আমরা এই মুহূর্তে জেনে নেব এই গাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য । ভারতের মতন আর্দ্র আবহাওয়াতেই ইলেকট্রনিক বা বৈদ্যুতিক গাড়ি কতদিন থাকবে সে ব্যাপারে অনেকে সংশয় প্রকাশ করেন । কিন্তু এক্ষেত্রে আপনার চিন্তা করার কোনো কারণ নেই । কারণ এখানে যে ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে সেটি ভারতের যেকোনো আবহাওয়ার সাথে মানানসই ।




টাটা টিগর ইভি-র ফিচারের মধ্যে ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, আইএরএ কানেক্টেড টেকনোলজি, ৩০-এর উপর কানেক্টেড অপশন, মোবাইল চার্জিং পোর্ট, ক্রুজ কন্ট্রোল, এবং ৩১৬ লিটার বুট স্পেস উল্লেখযোগ্য।




সূত্র অনুসারে এমনটা জানা যাচ্ছে যে একবার যদি চার্জ দেওয়া যায় তাহলে এই গাড়িতে চেপে ৩০৬ কিলোমিটার পর্যন্ত পথ অতিক্রম করা যেতে পারে । একদমই ঠিক শুনেছেন । গাড়ির সর্বোচ্চ পাওয়ার আউটপুট ৫৫ কিলোওয়াট এবং টর্ক ১৭০ এনএম। মাত্র ৫.৭ সেকেন্ডে ০-৬০ কিমি/ঘন্টা গতি তুলতে পারবে টিগর ইভি। এই বৈদ্যুতিক গাড়িতে দেওয়া হয়েছে ২৬ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক। হোম চার্জারে ০-৮০ শতাংশ চার্জ হতে টিগর ইভি-র সময় লাগবে ৮.৫ ঘন্টা।




আবার ১৫ ওয়াটের প্লাগের সাহায্যে একই পরিমাণ চার্জ হতে সময় নেবে ১ ঘন্টা।টাটা টিগর ইভি-এর এক্সই ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১১.৯৯ লক্ষ টাকা। অন্য দিকে, এক্সএম ও এক্সজেড সহ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১২.৪৯ লক্ষ ও ১২,৯৯ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। টিগর ইভি গাড়ির এক্সজেড ভ্যারিয়েন্টটি ডুয়াল টোন কালার স্কিমেও অফার করা হচ্ছে, যার দাম পড়বে ১৩.১৪ লক্ষ টাকা। তাহলে আর অপেক্ষা কিসের এই গাড়িটি বুক করার জন্য মাত্র আপনাকে ২১ হাজার টাকা খরচা করতে হয় অর্থাৎ ২১ হাজার টাকা খরচা করে। কিন্তু আপনি গাড়িটি বুকিং করতে পারেন অপেক্ষা কিসের আজকেই বুকিং করে ফেলুন ।











