Breaking News

অবাক করা দৃশ্য! নদীর ধার থেকে দারুন কায়দায় বড় বড় মাছ শি-কা-র করছে বিশাল কচ্ছপ! তুমুল ভাইরাল ভিডিও।

নিজস্ব প্রতিবেদন :- সংগ্রামশীল এই জীবনে আমাদেরকে প্রতিনিয়ত কিছু না কিছু উপলব্ধি করতে শেখায় । শেখায় যে কোন ঘটনা থেকে ভালো শিক্ষা নিতে । যদি কোনো কারণে কোনো কারণবশত ভুল করে বসেন তাহলে পরবর্তী ক্ষেত্রে যদি সেই ভুল না হয় সেই শিক্ষা দেয় আমাদের এই জীবন । আর সব মিলিয়ে জীবনের এই চক্র । পশু-পাখি জন্তু-জানোয়ার মনুষ্য প্রজাতির সকলের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস খুব সাধারন সেটা হচ্ছে যে যদি কেউ সংগ্রামশীল না হয় তাহলে তার অস্তিত্ব বিপন্ন পড়বে।

তার পাশাপাশি বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার যুগ । তাই আমরা বাড়িতে বসে বিভিন্ন জায়গার বিভিন্ন খবর মুহূর্তের মধ্যে পেয়ে থাকি । এখন আর খবরের পত্রিকা বা সংবাদমাধ্যমকে দরকার পড়ে না । সামান্য পরিমাণ মুঠোফোন খুললেই বুঝে যায় পৃথিবীর কোন প্রান্তে কি কি ঘটনা ঘটেছে । সভ্যতার অগ্রগতিতে সুবিধা হয়েছে অনেকের এবং আগামী দিনে আরও অগ্রগতি ঘটবে সেটা বলার অপেক্ষা রাখেনা।

এই সোশ্যাল মিডিয়ার ধরুন আমরা দেখেছিলাম বাঘ হাতি ঈগল সাপের খণ্ডযুদ্ধ দেখেছিলাম জিরাফ আর লে-পার্ড এর ল-ড়াই । কিন্তু সম্প্রতি যে ঘটনাটি উঠে এলো সেটি খুব শান্ত প্রকৃতির একটি যু-দ্ধ বলতে পারেন । কারণ এই লড়াই সমুদ্রের তীরে থাকা মাছের সাথে একটি কচ্ছপের । আপনি হয়তো ভাবছেন কচ্ছপ আবার কি রকম ভাবে শিকার করতে পারে । তাই হয় নাকি ? কিন্তু বাস্তবের মাটিতে তেমনটাই ঘটেছে।

সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে । সেখানে দেখা যাচ্ছে যে সমুদ্র তীরবর্তী অঞ্চলে বালির মধ্যে ঢুকে থাকা মাছগু-লি কে আ-ক্রমণ করতে চাইছে সমুদ্রতীরবর্তী তে থাকা একটি বিশাল আকৃতির কচ্ছপ । সে খুব সুকৌশলে সাথে ধীরগতিতে মাছ গু-লির সামনে যায় এবং তার লম্বা মুখ সে তার খোলস থেকে বাইরে বের করে মাছগু-লি কে আক্রমন করার চেষ্টা করে । কিন্তু বারবার সে বিফলে যায় । অবশেষে একবার একটি মাছ কে আক্রমণ করতে সফল হয়েছে । এ ধরনের ঘটনা সচরাচর সোশ্যাল মিডিয়াতে উঠে আসে না বলেই এই ঘটনাটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে । অনেকে আবার শেয়ার করেছেন নিজের টাইমলাইনে ।

About kolkata buzz24x7

Check Also

‘আরআরআর’, ‘কেজিএফ’-এর মতো ‘অর্থহীন’ ছবি দেখবেন না, শ্রোতাদের অনুরোধ করলেন জুবিন

নিজস্ব প্রতিবেদন:বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রি বিভিন্ন চলচ্চিত্রে থেকেও বেশি পরিমাণে মানুষের মনে জায়গা করে নিয়েছে দক্ষিণের …

Leave a Reply

Your email address will not be published.