







নিজস্ব প্রতিবেদন:এই পৃথিবী বৈচিত্র্যময়। এখানে প্রতিনিয়ত নানান ধরনের জীবজন্তু দেখা যায়। প্রসঙ্গত দীর্ঘদিন যাবত এই সব জীবজন্তু পৃথিবীতে বসবাস করে আসছে। আজকের আমাদের এই বিশেষ প্রতিবেদনে আমরা একটি নতুন ধরনের প্রাণী সম্বন্ধে আলোচনা করতে চলেছি। তাহলে আসুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই প্রতিবেদন। সম্প্রতি এক জায়গায় দেখা পাওয়া গিয়েছে দুমুখো সাপের।




শুনতে হয়তো কথাটি অনেকের আশ্চর্য লেগেছে কিন্তু একেবারেই সত্যি ঘটনা। বিরল প্রজাতির এই সাপটি সর্বপ্রথম দেখতে পেয়েছেন মহম্মদ নামের এক ব্যক্তি। এই ব্যক্তিটি ইরাকের কুর্দিস্তান অঞ্চলের বাসিন্দা। সেখানেই এই সাপটি প্রথম দেখতে পাওয়া গিয়েছে। ওই ব্যক্তির কথায় জমিতে চাষ করার সময় আচমকাই কিছু নড়তে দেখে তিনি এই সাপটিকে দেখতে পান।




প্রথমে তিনি সাপটিকে দেখে অত্যন্ত আ-ত-ঙ্কি-ত হয়ে গিয়েছিলেন। কিন্তু পরে সেই ভয় কাটিয়ে ওঠেন। এরপর বনদপ্তরে খবর দেওয়া হয়। বিশেষজ্ঞদের মতে এই সাপটি বিরল প্রজাতির হলেও বি-ষ-ধ-র নয়। এই ধরনের সাপ খুব কম দেখতে পাওয়া যায়। এই সাপটির বয়স এক বছরের থেকেও কম।জলে এবং স্থলে উভয় জায়গায় বসবাস করতে এই সাপটি অত্যন্ত ভালোবাসে।প্রসঙ্গত 100 হাজারের মধ্যে যেকোনো একটি সাপ দুমুখো অবস্থায় জন্ম নিয়ে থাকে এমনটাই জানা গিয়েছে।তাই ঘটনাটি ভাইরাল হওয়ার সাথে সাথেই মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে।
TWO-IN-ONE: A rare two-headed snake has been found in Saed Sadiq, Iraq. The harmless grey water snake comes in at just over 8 inches, and is expected to have a short lifespan. pic.twitter.com/JgqCA2Dm74
— CBS News (@CBSNews) May 25, 2021











