Breaking News

খালি গঙ্গায় হটাৎ করে এলো এলো বড় বা-ন, ভেসে গেলো ডাঙা, তু-মুল ভাইরাল ভিডিও!

নিজস্ব প্রতিবেদন:-সোশ্যাল মিডিয়া মানেই প্রতিদিন নিত্যনতুন অভিজ্ঞতার সম্মুখীন হওয়া। মুহূর্তের মধ্যেই বিশ্বের প্রতিটি কোনায় পৌঁছে যেতে পারে এই অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম। এমনকি মানুষের অবসর যাপনের প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে ইন্টারনেট জগত। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়া অবধি আমাদের হাতে স্মার্টফোন।

যারা নদী বা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বসবাস করে তাদেরকে একটু বেশি পরিমাণে সাবধানে থাকতে হয় । কারণ যদি কোনো কারণে জলোচ্ছ্বা-স দেখা দেয় বা প্রাকৃতিক কোনো দুর্যো-গ দেখা যায় তাহলে সর্বপ্রথম তাদেরকে সেই বাধার সম্মুখীন হতে হয় । তাই তাদেরকে অধিক পরিমাণ সতর্ক থাকতে হয় ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া তে ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও যা আশ্চর্য্য তো বটেই তার সাথে ভয়-নক ও। আমরা দেখেছি অনেক সময় যে গঙ্গা নদীতে মাঝেমধ্যেই ছোটখাটো বান আসে । অর্থাৎ জোয়ার-ভাটা লেগেই থাকে । তার জন্য খুব একটা প্রভাব পড়ে পার গুলিতে তেমন কিন্তু নয় । কারণ সেই সমস্ত জোয়ার-ভাটা বা জলোচ্ছ্বাস খুব অনায়াসে সামলে নিতে পারবে সেখানকার মানুষ জনরা । তবে সম্প্রতি যে ভিডিওটি দেখা গেল সেটি রীতিমতো কিছুটা হলেও ভ-য়-ঙ্কর ।

নদী নিজের শান্ত নিজের প্রবাহ বইছে । কিন্তু হঠাৎ করেই একটি বান চলে এলো । ভাসিয়ে নিয়ে গেল একুল-ওকুল । এমনকি সেই ভাঙ্গনের দাপটে জলের মধ্যে তলিয়ে গেল নদীর ঘাট । সেখানে স্নান করছিল কয়েকটি বাচ্চা । তারা তৎক্ষণাৎ উপরে উঠে চলে আসে । । ঘটনাটি হুগলি তে ঘটেছে । ইতিমধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায় সর্বত্র । তার পাশাপাশি অনেকে যারা নদীর পার্শ্ববর্তী অঞ্চলে থেকে থাকেন তাদেরকে সাবধান ও সতর্কবার্তা জানিয়েছে কমেন্ট সেকশনে মাধ্যমে ।

About kolkata buzz24x7

Check Also

‘আরআরআর’, ‘কেজিএফ’-এর মতো ‘অর্থহীন’ ছবি দেখবেন না, শ্রোতাদের অনুরোধ করলেন জুবিন

নিজস্ব প্রতিবেদন:বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রি বিভিন্ন চলচ্চিত্রে থেকেও বেশি পরিমাণে মানুষের মনে জায়গা করে নিয়েছে দক্ষিণের …

Leave a Reply

Your email address will not be published.