









নিজস্ব প্রতিবেদন:সোশ্যাল মিডিয়াতে ক্রমাগত নানান ধরনের ভিডিও ভাইরাল হয়ে থাকে।এর মধ্যে কিছু ভিডিও রয়েছে যা আমাদের মনোরঞ্জনের জন্য ব্যবহৃত হয় আবার কিছু ভিডিও রয়েছে যা আমাদের মনকে ভারা-ক্রা-ন্ত করে তোলে।আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা দ্বিতীয় প্রকৃতির ভিডিও সম্পর্কে বিশেষভাবে আলোচনা করব। তাহলে আসুন দেরি না করে শুরু করা যাক।সম্প্রতি কিছুকাল আগেই ঘূ-র্ণি-ঝড় যশ বাংলা এবং উড়িষ্যা উপকূলে তান্ডব সৃষ্টি করে গিয়েছে।





এই ঝড় চলাকালীন সময়ে প্রায় কোটি টাকারও বেশি ক্ষ-তি হয়েছে সংলগ্ন অঞ্চলে।প্রচুর পরিমাণে মানুষের প্রা-ণহানি ছাড়াও নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়ে পড়েছে দরিদ্র সীমার নিচে থাকা মানুষজন। সম্প্রতি আরও একটি ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে।ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে ঝড়ের মধ্যে দীঘায় খবর করতে গিয়ে মৃ-ত্যুর মুখ থেকে বেঁচে উঠেছেন কলকাতা টিভির মহিলা সাংবাদিক সুচন্দ্রিমা।





এরপর দর্শকদের উদ্দেশ্যে তিনি একটি ভিডিও লাইক করে শেয়ার করেন। এই ভিডিওটি নেট মাধ্যমে দ্রুত গতিতে ভাইরাল হয়ে চলেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ঝড়ের মধ্যে অত্যন্ত ভ-য় পেয়ে সাংবাদিক সুচন্দ্রিমা মানুষের উদ্দেশ্যে নানান ধরনের বার্তা দিচ্ছেন।





শুধুমাত্র তা নয় পূর্ববর্তী ঝড়ের অভিজ্ঞতা ও তিনি শেয়ার করেছেন দর্শকদের সাথে।এবং এরকম ভ-য়-ঙ্কর এবং আ-ক্র-মনা-ত্মক ঝড় যে তিনি আগে দেখেননি একথাও স্পষ্ট স্বীকার করতে দেখা গেছে এই বিখ্যাত মহিলা সাংবাদিককে। চাইলে এই ভাইরাল ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। তাহলে হয়তো এই ঝড় সম্পর্কে আপনাদের মনে ধারণা তৈরি হতে পারবে।দর্শকদের সুবিধার্থে এটি প্রতিবেদন এর সাথে যুক্ত করা হয়েছে।














