









নিজস্ব প্রতিবেদন:নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সবসময় চর্চায় থাকেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।অভিনয় জগতের থেকেও তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বেশিরভাগ সময় শিরোনামে দেখা যায় তাকে। প্রসঙ্গত প্রথমবার রাজীব কুমার বিশ্বাসের সাথে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী। বেশ কয়েক বছর তাকে রাজীবের সাথে সংসার করতে দেখা যায়। এই সময়ে ঝিনুক ওরফে অভিমুন্য নামে তার একটি পুত্র সন্তানের জন্ম হয়। সন্তান কিছুটা বড় হবার পর হঠাৎ করেই পরকীয়া সম্পর্কের অভিযোগে শ্রাবন্তীর প্রথম বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।





এরপর দ্বিতীয়বার মডেল কৃষাণ ব্রজের সাথে বিয়ের পিঁড়িতে বসেন তিনি।কিন্তু এই সম্পর্ক এক বছরের বেশি সময় টিকিয়ে রাখতে পারেননি অভিনেত্রী।2019 সালে তৃতীয়বার রোশন সিং এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দেখা যায় তাকে। কিন্তু সম্প্রতি সেখানেও দেখা দিয়েছে ব্য-র্থ-তা।পরপর তিনবার ভালোবাসা এবং বিবাহে ব্য-র্থ-তা দেখা দেওয়ার পর শেষ পর্যন্ত রাজনীতিতে যোগদান করেছেন তিনি। বর্তমানে নতুন জিম এবং নির্বাচন নিয়ে অত্যন্ত ব্যস্ত রয়েছেন শ্রাবন্তী। কিন্তু এরই মধ্যে তার জমিদার বাড়ির বউ হবার খবর সামনে এলো।





তবে কি ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী? জানা গিয়েছে,‘ছবিয়াল’ শিরোনামের নতুন একটি সিনেমায় অভিনয় করছেন শ্রাবন্তী। এটি নির্মাণ করেছেন মানস বসু।এই চলচ্চিত্রে একজন লাবণ্য নামে জমিদার বাড়ির বউ হিসেবে অভিনয় করবেন শ্রাবন্তী।তার চরিত্রটি ভীষণ মজাদার এবং চুলবুলি ধরনের মেয়ের মত। এই প্রসঙ্গে শ্রাবন্তী জানিয়েছেন,”লাবণ্য একটি স্বপ্ন।জমিদার বাড়ির বউ। ভীষণ মজা করে, চুলবুলি টাইপের মেয়ে। আমার মতো, হয়তো এ জন্যই আমাকে কাস্ট করেছেন পরিচালক। এর চেয়ে বেশি বললে মজাটাই নষ্ট হয়ে যাবে”।





শ্রাবন্তী ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো বিখ্যাত অভিনেতা। ছবিটির পরিচালক মানস বসুর কথায়,”অসম্ভব গরমের মধ্যে এ সিনেমার চিত্রায়ণ হয়েছে। হুগলির বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে চিত্রায়ণ করেছেন তিনি। ছকভাঙা কাহিনী নিয়ে নির্মিত সিনেমাটি দর্শকদের ভালো লাগবে। খুব শিগগিরই সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করা হবে”।





প্রসঙ্গত উল্লেখ্য বেশ কিছুদিন ধরেই শ্রাবন্তীর সঙ্গে একই আবাসনে বসবাসকারী অভিরূপ বলে এক ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়েছে। যদিও তাদের মধ্যে কোনরকম প্রেমের সম্পর্ক আছে কিনা জানা যায়নি। অভিরূপ চৌধুরী বলে এই বেকারির ব্যবসায়ী পার্টি করতে ভালোবাসেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী কিছুদিন আগেই নিজেদের সম্পর্কের এক মাস পূর্তি উপলক্ষে তারা সেলিব্রেশন করেছিলেন।














