Breaking News

একদম স্বল্প পোশাকে ‘পানি পানি’ গান গাইলেন শ্রাবন্তী, ভাইরাল হলো ভিডিও!

নিজস্ব প্রতিবেদন :-বেশ কিছুদিন আগে অর্থাৎ গত বছর দুর্গা পূজার সময় থেকে শুরু হয় নতুন জল্পনা তৃতীয় স্বামী রোশনের সাথে সম্পর্ক বিচ্ছেদের ঘটনা উঠে আসে সোশ্যাল মিডিয়াতে ।এবং প্রতিনিয়ত এই ঘটনা বাড়তে থাকে জল্পনা ।অবশেষে সব জল্পনা কে প্রশ্রয় দিয়ে অভিনেত্রী রোশনকে বিচ্ছেদের জন্য প্রস্তাব দিয়েছিলেন ।

যদিও পরবর্তী ক্ষেত্রে অভিনেত্রীর সাথে থাকতে চেয়েছিল ।পুনরায় নতুন জীবন শুরু করতে চেয়েছিলন । কিন্তু অভিনেত্রী তাতে বিন্দুমাত্র রাজি ছিলেন না । কারণ তিনি জড়িয়ে পড়েছিলেন চতুর্থটি সম্পর্কে । এবং চতুর্থ ব্যক্তি হলো তারই আবাসনে থাকা এক ব্যবসায়ী ।যার নাম অভিরুপ নাগ চৌধুরী।

বাংলার অভিনয় জগতে তাঁর অবদান অনেকখানি থাকলেও ব্যক্তিগত জীবনে কিন্তু তিনি একেবারে পরাজিত । সাফল্যের সাথে জয় করেছেন দর্শকদের মন ।একের পর এক দুর্ধর্ষ ছবিতে অভিনয় করে রীতিমতো জনপ্রিয়তার নিরিখে এই মুহূর্তে টলিউডের তুঙ্গে অবস্থান করছেন অভিনেত্রী । কিন্তু ব্যক্তিগত জীবনে খামখেয়ালিপনা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তার জীবন রীতিমতো এলোমেলো হয়ে গেছে । এ কথা আমরা প্রত্যেকে জানি । তাই মাঝেমধ্যেই তাকে কটূক্তির শিকার হতে হয় । পুনরায় আরো একবার বিরতি নিয়ে আবার সেই প্রবণতা দেখা গেল নেটিজেনদের মনে ।

অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে সক্রিয় থাকতে যথেষ্ট পছন্দ করেন । মাঝে মধ্যে বিভিন্ন ধরনের ছবি এবং ভিডিওর মাধ্যমে মনোরঞ্জন করার চেষ্টা করেন তার অনুরাগীদের । কিন্তু তার খামখেয়ালিপনায় জীবনের জন্য প্রতিনিয়ত তাকে কটুক্তি শিকার হতে হয় । কোথাও যেন সেই কটূক্তির পরিমাণ প্রতিদিনই বেড়ে চলেছে ।সম্প্রতি অভিনেত্রী একটি ভিডিও পোস্ট করেন তাঁর ইনস্টাগ্রামে ।

সম্প্রতি বাদশার পানি পানি গানের সাথে নেচে ভাইরাল হলেন শ্রাবন্তী । পরনে ছিল কালো রঙ্গের পিঠ খোলা একটি পোশাক । হট অবতারে নিজেকে তুলে ধরার সাথে সাথে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছেন অভিনেত্রী আরো একবার । যদিও এই গানে তাকে অনেক নেটিজেন কুরুচিকর মন্তব্য করেছেন । এবং এটা তার ক্ষেত্রে খুব সাধারণ ঘটনা বলে অনুমান করছে অনেকে । তাই প্রতি বারের মতন সেই সমস্ত মন্তব্যকে এড়িয়ে গেছেন শ্রাবন্তী চ্যাটার্জী তবে তার এই আবেদনময়ী রুপে নতুন প্রজন্মের ছেলেরা গভীরভাবে কুপোকাত সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না

About kolkata buzz24x7

Check Also

‘আরআরআর’, ‘কেজিএফ’-এর মতো ‘অর্থহীন’ ছবি দেখবেন না, শ্রোতাদের অনুরোধ করলেন জুবিন

নিজস্ব প্রতিবেদন:বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রি বিভিন্ন চলচ্চিত্রে থেকেও বেশি পরিমাণে মানুষের মনে জায়গা করে নিয়েছে দক্ষিণের …

Leave a Reply

Your email address will not be published.