Breaking News

কখনো বাসন মাজছেন তো কখনও দিচ্ছেন ঝাড়ু, সংসারের কাজে তুমুল ব্যস্ত গায়িকা ইমন চক্রবর্তী।

নিজস্ব প্রতিবেদন:দিন কয়েক আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে ইমন নীলাঞ্জনের এই গায়িকা-সুরকার জুটি। বেশ জমজমাট ভাবেই প্রি ওয়েডিং থেকে শুরু করে বিয়ে পর্যন্ত সময় কাটিয়েছেন এই নব দম্পতি। প্রায় সেইসব মুহূর্তের প্রত্যেকটি ছবিই ইমন শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।বিয়ের পর স্বাভাবিকভাবেই অন্যান্য নতুন দম্পতির মত হানিমুনের পথে পা বাড়িয়েছেন তারা। আর এই হানিমুনের জন্য এই প্রেমীযুগল বেছে নিয়েছেন বরফে ঢাকা দার্জিলিংকে।

হানিমুন থেকে ফেরত আসার পর জমিয়ে সংসার করতে মগ্ন হয়ে গিয়েছেন ইমন। সোশ্যাল মিডিয়াতে তার এই সংসার করার ঝলক হামেশাই দেখতে পাওয়া যায়। সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে বিভিন্ন ধরনের কিছু ছবি যেখান থেকে বোঝা যাচ্ছে বর্তমানে সংসারকে বেশি গুরুত্ব দিচ্ছেন গায়িকা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি রিল ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে কখনো বাসন মাজছেন তো কখনো ঝাড় দিচ্ছেন গায়িকা ইমন। তবে এসব কিন্তু খুশি মনে করছেন না গায়িকা। তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট।

এই মজাদার ভিডিয়োর ক্যাপশনে ইমন লিখেছেন- ‘জীবন শেষ’। তবে ইমনের ভক্তরা এই ভিডিও দেখে বেজায় খুশী হয়েছেন। কেউ লিখেছেন, ‘সবে তো শুরু ম্যাম’, কেউ বলছেন- ‘বিয়ের পর জীবন বরবাদ’। মুহূর্তের মধ্যেই ইন্টারনেট জগতে ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। চাইলে আপনারাও এই ভাইরাল ভিডিওটি দেখে আসতে পারেন। রইল সেই ভিডিও।

About kolkata buzz24x7

Check Also

‘আরআরআর’, ‘কেজিএফ’-এর মতো ‘অর্থহীন’ ছবি দেখবেন না, শ্রোতাদের অনুরোধ করলেন জুবিন

নিজস্ব প্রতিবেদন:বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রি বিভিন্ন চলচ্চিত্রে থেকেও বেশি পরিমাণে মানুষের মনে জায়গা করে নিয়েছে দক্ষিণের …

Leave a Reply

Your email address will not be published.