







নিজস্ব প্রতিবেদন:বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী বলতেই শুভশ্রী গাঙ্গুলীর নাম সামনে আসে। বিগত প্রায় বেশ কয়েক বছর ধরে অভিনয় জগতে রাজত্ব করে চলেছেন শুভশ্রী। প্রথমবার চ্যালেঞ্জ ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। পরবর্তী সময়ে একাধিক সুপারহিট চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে। একাধিক জনপ্রিয় অভিনেতার সাথে জুটি বেঁধেছেন শুভশ্রী। তবে সম্প্রতি নিজেকে অভিনয় জগৎ থেকে দূরে সরিয়ে রেখেছেন নায়িকা।




2018 সালে বিয়ের পর গত বছর লকডাউন চলাকালীন মা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একমাত্র ছেলের নাম আদর করে রেখেছেন ইউভান।নিজের ছেলেকে লালন-পালন করার কাজেই বর্তমানে ব্যস্ত রয়েছেন শুভশ্রী।কিছুদিন আগে ডান্স বাংলা ডান্সের বিচারক পদে যোগদান করলেও নিজের সম্পূর্ণ ব্যস্ততা সন্তানকে কেন্দ্র করেই রয়েছে নায়িকার।




মাঝেসাজেই রাজ-শুভশ্রী এবং তাদের সন্তানের সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের ফটো ও ভিডিও ভাইরাল হতে দেখা যায়। এই ভাইরাল ভিডিও গুলি মুহূর্তের মধ্যেই দর্শকদের মাঝখানে জনপ্রিয়তা অর্জন করে। সম্প্রতি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হলো এরকম ধরনের একটি ভিডিও।




ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে শুভশ্রীর মেক-আপ আর্টিস্টের সাথে খুনসুটিতে মগ্ন হয়ে রয়েছে ইউভান।আচমকাই ক্যামেরার সামনে থাকা ব্যক্তি অর্থাৎ শুভশ্রী ছেলের নাম ধরে ডাকলে ইউভান কে সামনে রাগী চোখে তাকাতে দেখা যায়। সম্ভবত আচমকাই নিজের নাম শুনে অবাক হয়ে গিয়েছিল সে। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে এই ভিডিওটি ভাইরাল হয়েছে। দেখে নিন সেই ভিডিও।











