







নিজস্ব প্রতিবেদন:টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।খুব অল্প সময়ের মধ্যেই চলচ্চিত্র জগতে নাম অর্জন করে নিয়েছেন তিনি। সম্প্রতি কিছুদিন আগেই মা হয়েছেন এই নায়িকা। তারপর থেকেই অভিনয় জগত কে দূরে সরিয়ে রেখেছেন অভিনেত্রী।প্রসঙ্গত চ্যালেঞ্জ ছবির মাধ্যমে পরিচিতি লাভ করেছিলেন অভিনেত্রী। এই ছবিটি পরিচালনা করেছিলেন রাজ চক্রবর্তী। প্রথম জীবনে অভিনেতা দেবের সঙ্গে প্রেম সম্পর্ক ছিল নায়িকার।




কিন্তু পরবর্তীতে মনোমালিন্যের জেরে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়।এরপর 2015 সালে অভিমান চলচ্চিত্রের শ্যুটিং চলাকালীন সময়ে রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী। পরিচালকের প্রেমে পড়ার কিছু দিনের মধ্যেই তাদের বাগদান সম্পন্ন হয়। এরপর 2018 সালের মে মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।




গতবছর লকডাউন এর মধ্যেই তাদের একমাত্র পুত্র সন্তানের জন্ম হয়। আদর করে ছেলের নাম তারা রেখেছেন ইউভান।জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অত্যধিক জনপ্রিয়তা অর্জন করেছে এই ছোট্ট শিশুটি। তার নামে পেজ থেকে শুরু করে ফ্যান ক্লাব সবকিছুই খুলে গিয়েছে।




এমতাবস্থায় সম্প্রতি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হল শুভশ্রীর কিছু মজার মুহূর্তের ভিডিও।এই ভিডিওতে দেখা যাচ্ছে নিজের মেকআপ আর্টিস্ট দের সঙ্গে খুনসুটিতে মগ্ন রয়েছেন অভিনেত্রী। ভিডিওটি মুহূর্তের মধ্যেই নেটদুনিয়ায় সাড়া ফেলে দিয়েছে। চাইলে আপনারাও এই ভাইরাল ভিডিওটি দেখে আসতে পারেন।আমাদের এই প্রতিবেদনটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই ভুলবেন না। নিজস্ব মতামত আমাদের কমেন্ট বক্সে শেয়ার করুন।











