







নিজস্ব প্রতিবেদন:বর্তমানে চাকরির বাজার যে রকম চলছে তাতে প্রতিনিয়ত খোঁজ রাখা প্রয়োজন হয়ে পড়েছে। তাই আজকের আমাদের এই বিশেষ প্রতিবেদনে আমরা কিছু চাকরির সন্ধান সম্পর্কে আলোচনা করব। তাহলে আসুন আর দেরি না করে শুরু করা যাক। প্রসঙ্গত কলকাতা পৌরসভার স্থায়ী পদে সম্প্রতি চাকরির সন্ধান পাওয়া গিয়েছে।বিস্তারিতজানতে হাতে সময় নিয়ে আমাদের এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ুন।




কলকাতা পৌরসভার মেডিকেল সুপারভাইজার, ট্রিটমেন্ট সুপারভাইজার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, পিপিএম কো-অর্ডিনেটর, টিউবারকুলোসিস হেলথ ভিজিটর পদে লোক নেওয়া হচ্ছে। মোট পদ রয়েছে কুড়িটি। অনলাইন এবং অফলাইন উভয় ভাবেই আবেদন করা যেতে পারে। পদ অনুযায়ী বেতন হবে।




বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে 18 হাজার থেকে শুরু করে 60 হাজার পর্যন্ত বেতন দেওয়া হতে পারে। আবেদনকারীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ তে পাশ করতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে কুড়ি থেকে 40 বছর বয়সের মধ্যে। নির্দিষ্ট সময়ের মধ্যে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে আবেদনকারীদের। বিস্তারিত জানতে আমাদের নিচে দেওয়া লিংকে ক্লিক করুন।




https://www.kmcgov.in/KMCPortal/downloads/NTEP_NUHM_15_07_2021.pdf
আমাদের এই প্রতিবেদনটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই ভুলবেন না। এই প্রতিবেদনটি আপনার কাজে লেগে থাকলে অবশ্যই একটি ছোট মন্তব্য কমেন্ট বক্সে শেয়ার করবেন। বিস্তারিত জানতে পরবর্তী প্রতিবেদন গুলিতে নজর রাখুন।











