







নিজস্ব প্রতিবেদন:শচীন তেন্ডুলকর অর্থাৎ ক্রিকেট জগতের কিংবদন্তি কে চেনেন না এরকম মানুষ হয়তো খুব কমই রয়েছেন। মাত্র 16 বছর বয়সে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলে ছিলেন তিনি। এই ঘটনায় সবাই হতবাক হয়ে গিয়েছিলেন।তবে আজকের আমাদের এই প্রতিবেদনের আলোচ্য বিষয় শচীন তেন্ডুলকর নয় তার স্ত্রী।




তাহলে আসুন আর দেরি না করে বিস্তারিত প্রতিবেদনটি শুরু করা যাক। প্রসঙ্গত ভালোবেসে নিজের থেকে বয়সে 6 বছরের বড় এক মেয়েকে বিয়ে করেছিলেন শচীন তেন্ডুলকর।শচীন এবং তাঁর স্ত্রী অঞ্জলির প্রথম দেখা হয় এয়ারপোর্টে। ১৯৯০ সালের কাছাকাছি সময়ে শচীন ইংল্যান্ড থেকে ফিরছিলেন আর অঞ্জলি তাঁর মাকে নিতে গেছিলেন এয়ারপোর্টে।সেখান থেকে জানা যায় ২৩ বছরের অঞ্জলি ১৭ বছরের শচীনকে দেখে নিজের মাকে নিয়ে যেতেই ভুলে গেছিলেন।




অঞ্জলি এক ইন্টারভিউতে জানান শচীনের সাথে দেখা করার জন্য একবার তিনি রিপোর্টার এর বেশে তাঁর বাড়ি চলে যান। নিঃসন্দেহে তাদের প্রেমকাহিনী যে কোন সিনেমার গল্পকেও হার মানাবে তাতে কোন সন্দেহ নেই।শচীন তেন্ডুলকর অনেক সময় নকল গোঁফ দাড়ি লাগিয়েও অঞ্জলীর সাথে দেখা করতেন। বেশ অসুবিধার মধ্যে দিয়েই তাদের প্রেমকাহিনী শুরু হয়েছিল।




কিছুদিনের মধ্যেই তারা এনগেজমেন্টের সিদ্ধান্ত নেন এবং গাঁটছড়া বাঁধেন।বর্তমানে এখনো পর্যন্ত অঞ্জলীর সাথে জমিয়ে সংসার চালিয়ে যাচ্ছেন শচিন টেন্ডুলকার।আমাদের এই প্রতিবেদনটি আপনার কেমন লাগলো তা জানাতে অবশ্যই ভুলবেন না। বিস্তারিত জানতে আমাদের পরবর্তী প্রতিবেদন গুলিতে নজর রাখুন।











