







নিজস্ব প্রতিবেদন:-পুনরায় আরো একটি চাকরির খবর জারি করা হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ।মেদিনীপুর মিউনিসিপালিটি হেলথ ওয়ার্কার অর্থাৎ স্বাস্থ্য কর্মীদের নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে এবং এই নিয়ম শুধুমাত্র মেদিনীপুর জেলার জন্য করা হবে ।পশ্চিমবঙ্গের কোন জেলার বাসিন্দা আবেদন করতে পারেন আসুন জেনে নিই এই প্রতিবেদনের মাধ্যমে আরও বিস্তারিত তথ্য।




পদের নাম :– Honorary Health Worker
শূন্যস্থান পদের সংখ্যা:- 4 টি ।




শিক্ষাগত যোগ্যতা :-শুধুমাত্র মাধ্যমিক পাশ মহিলারা আবেদন করতে পারবে।
বয়স:- আবেদনকারীর বয়স 30-40 বছরের মধ্যে হতে হবে




মাসিক বেতন :- 4500 টাকা ।
আবেদন পদ্ধতি:- অফলাইনে।




নিয়োগ প্রক্রিয়া :-লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ:- 15 ই ডিসেম্বর ।











