







নিজস্ব প্রতিবেদন :-বেশ কিছুদিন আগে জনৈক গুজরাটের কন্ঠে ভাইরাল হয়েছিল একটি গান যার নাম বাচপান কা পেয়ার । এই গানের সাথে ভিডিও করেছে তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রী গায়ক-গায়িকা এই গান। নতুন করে প্রকাশ করার চেষ্টা করেছে বহু শিল্পী । রানু মন্ডল এর গলায় শোনা গেল জনপ্রিয় এই বাচপান কা পেয়ার নামক গানটি । অনেক দিন ধরে তেরি মেরি গান শুনতে শুনতে মানুষ রীতিমতো একঘেয়েমি হয়ে গেছে তাই নতুনত্ব আনার জন্যই হয়তো এই ধরনের গান গাইলেন তিনি ।




রানাঘাটের রানু মন্ডল এর কথা নতুন করে কোন বলার অপেক্ষা রাখে না ।অতীন্দ্র চক্রবর্তী নামক এক ২৪ বছর বয়সী ইঞ্জিনিয়ার রানুর গানকে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় মানুষের সামনে উন্মুক্ত করে দেন। তার গানের গলা মুগ্ধতা লাভ করতে করতে বলিউড অব্দি পৌঁছে যায়।তারপর হিমেশের পরিচালনায় রানুর গলায় রেকর্ড করা নতুন গান সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠে।গানটি প্রকাশ্যে আসার পর অনেক অনুষ্ঠানেই শুনতে পাওয়া যায় প্রতিনিয়ত।




নিজের অস্বাভাবিক মন্তব্যের জন্য এরপর রানু মন্ডল বিতর্কেও জড়ান।ঠিক যতটা সাহায্য তাকে করেছিলেন অতীন্দ্র চক্রবর্তী ঠিক ততটাই সাহায্যের হাত তিনি পেয়েছেন হিমেশ রেশমিয়ার কাছ থেকে।তেরি মেরি পর হিমেশের সাথে আরো একটি গান রেকর্ড করছেন তিনি।




তবে রানু মন্ডল যতই ভাইরাল হোক না কেন সম্প্রতি তারা অবস্থা একদম শোচনীয় এই দীর্ঘ লকডাউনে তার অবস্থা আরো কঠিন হয়ে উঠেছিল । এমনকি ত্রান-সাহায্য আর্জি জানিয়েছিলেন তিনি । তাই বিভিন্ন ইউটিউবার তাদের ব্লক চ্যানেলের সমৃদ্ধি ঘটানোর জন্য রানু মন্ডল এর সাথে দেখা করতে যাচ্ছিলেন । সাথে অবশ্যই নিয়েছিলেন কিছু খাবার দাবার বা টাকা-পয়সা ঠিক তেমনই এক ইউটিউবার বা ব্লগার পৌঁছেছিলেন রানু মণ্ডলের বাড়িতে । সেখানে তার সাথে গল্পগুজব করার সাথে সাথে তার জীবনের কাহিনী জানতে শুরু করেন ।




সেই ব্লগার তার সাথে গল্প করতে করতে হঠাৎ করে আবদার করে বসে বাচপান কা পেয়ার নামক গানটি গাওয়ার জন্য । রানু মন্ডল তখনই কোনো রকম কোনো আপত্তি না জানিয়ে শুরু করে দেয় বাচপান কা পেয়ার গানটি গাইতে । তবে তিনি একা নয় তার সাথে সাথে সে ব্লগার গলা মেলায় । তাদের এই যুগলবন্দি এখন নেট দুনিয়ায় ভাইরাল ব্যাপক পরিমাণে । এবং প্রতিনিয়ত রানু মন্ডল আবার লাইমলাইটে কেন্দ্র কোনটা বললে খুব একটা ভুল হবেনা ।











