







নিজস্ব প্রতিবেদন:-এবার পার্টিতে দেখা গেলো আবার একসাথে । চ্যালেঞ্জ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পদার্পণ ঘটেছিল এই অভিনেত্রীর । বর্ধমান শহর থেকে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন শুধুমাত্র নিজের স্বপ্ন পূরণে তাগিদে । দাঁতের উপর দাঁত চেপে কঠোর পরিশ্রম করে অবশেষে তিনি নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছিলেন ।




ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল অভিনেত্রী হওয়ার তাই তার শুরু হয়েছিল ছোটবেলা থেকে । অবশেষে কলকাতাতে এসে সুযোগ-সুবিধা এবং সংগ্রাম করে তিনি তার নিজের জায়গা পাকাপোক্ত করতে পেরেছিলেন ।। ঠিকই ধরেছেন আমি শুভশ্রী গাঙ্গুলীর কথা বলতে চলেছি ।




বাংলার অভিনয় জগতে তাঁর অবদান অনেকখানি সে ব্যাপারে নতুন করে বলার কিছু নেই । গত তিন বছর আগে তিনি পরিচালক রাজ চক্রবর্তী সাথে বিয়ে করেন । গত বছর তাদের কোল আলো করে আসে ছোট্ট একটি পুত্র সন্তান । সেই পুত্র সন্তানকে নিয়ে কৌতুহল সবসময় থাকে অনুরাগীদের । যার ফলে প্রতি মুহূর্তে বাড়ে তার জনপ্রিয়তা । তবে সন্তান ধারণ করার পর বীভৎস পরিমাণে মোটা হয়ে গিয়েছিলেন শুভশ্রী গাঙ্গুলী । যার ফলে একাধিক কুরুচিকর মন্তব্য করতে থাকে তার বিভিন্ন পোস্টে কমেন্ট সেকশনে ।




তবে সম্প্রতি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী এবং পরিচালক রাজ চক্রবর্তী কে দেখা গেলো একদম আলাদা রূপে ।।কোন একটি অনুষ্ঠানে তারা আমন্ত্রিত ছিলেন । তাই সেই পার্টিতে জাঁকজমকপূর্ণ পোশাকে উপস্থিত ছিলেন এই দুই তারকা । রাজ চক্রবর্তীর পরনে ছিল একটি কোট এবং শুভশ্রী গাঙ্গুলী পরনে ছিল একটি গাউন ।




যেটা পড়ে থাকে লাগছিল অপরুপ সুন্দরী ।সামনে ছিল সাংবাদিকদের ফের ক্যামেরার ফ্ল্যাশের ঝলমলে উঠেছিল তাদের মুখ । অবশেষে তারা সেই পার্টিতে প্রবেশ করার ভিডিও শুভশ্রী গাঙ্গুলী নিজেই প্রকাশ করেছেন তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে এবং ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় সর্বত্র ।











