









নিজস্ব প্রতিবেদন:বর্তমান যুগে বাড়িতে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের মত যানবাহন থাকা অত্যন্ত বাঞ্ছনীয়। তার কারণ যানবাহনের সাহায্যে খুব সহজে দূরের পথ অতিক্রম করা সম্ভব হয়। শুধুমাত্র তাই নয় যানবাহনের মাধ্যমে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারি। স্কুটি, মোটরবাইক, বাস, ট্রেন প্রভৃতি যানবাহনের প্রত্যক্ষ উদাহরণ।





যদিও বর্তমানে লকডাউন এরপর থেকেই ক্রমাগত পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি ঘটতে থাকায় অনেকেই যানবাহন ঘরে ঢুকিয়ে রাখতে বাধ্য হয়েছেন।কারণ আকাশছোঁয়া মূল্য দিয়ে গাড়ি চালিয়ে সংসার চালানো অনেক মধ্যবিত্তের পক্ষেই সম্ভব নয়।আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের কোথায় একেবারে সবচেয়ে কম এবং নির্দিষ্ট দামের মধ্যে আপনারা স্কুটি পেতে পারেন। তাহলে আসুন আর দেরি না করে আমাদের এই প্রতিবেদনটি শুরু করা যাক।





বেশিরভাগ যানবাহনই পরিবেশ দূষণ ঘটায়।তাই আজকাল পেট্রোল-ডিজেলের বদলে বেশিরভাগ জায়গাতেই ইলেকট্রিক যানবাহনের প্রচলন সামনে এসেছে।যেহেতু এই ইলেকট্রিক স্কুটার এবং রিক্সাতে একবার চার্জ দিলে দৌড়াই অনেক বেশি কিলোমিটার তাই সেগুলি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এবারে জেনে নেওয়া যাক কোথায় আমরা এই স্কুটার গুলি পেতে পারি!





হাওড়াতে তে কে এন্টারপ্রাইজ বলে একটি ইলেকট্রিক স্কুটার , বাইক ও ইলেকট্রিক রিক্সার দোকান রয়েছে।সেই দোকানেই পরিবেশের কথা মাথায় রেখে একেবারে ন্যূনতম দামে দেওয়া হয়েছে এগুলি। হয়তো আপনিও জানলে অবাক হবেন যে,প্রতিটি স্কুটার বাইক এবং রিক্সার জন্য আলাদা আলাদা দাম ধার্য করা হয়েছে ন্যূনতম ২৭০০০ থেকে শুরু এইসব ইলেকট্রিক স্কুটার বাইক এর দাম। বেশ কয়েকটি জায়গায় এর শাখা খোলা হয়েছে।অতএব খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই কম দামের মধ্যে স্কুটার পাওয়া যাবে।














