







নিজস্ব প্রতিবেদন :-আমাদের মধ্যে অনেকেই আছেন যারা খেতে অত্যন্ত ভালোবাসেন। এর পাশাপাশি বাড়ির মেয়েরা যে জিনিসটি খেতে সবথেকে বেশি পছন্দ করে সেটি হল ফুচকা বাইরে কোথাও গেলে বা ঘরের পাশে যদি ফাস্ট ফুড সেন্টার থেকে থাকে তাহলে সেখান থেকে যে খাবারটি তারা অতি অবশ্যই খাবে সেটি হলো ফুচকা । কারণ অন্যান্য খাবার তুলনায় যথেষ্ট আলাদা হয় তার স্বাদ । তার পাশাপাশি মুচমুচে টক-ঝাল-মিষ্টি একসাথে পাওয়া যায় বলে পছন্দের তালিকায় রেখে দিয়েছে ফুচকা কে অধিকাংশ মেয়েরা।




এতটাই প্রিয় হয় এই খাবারটি যে স্বাস্থ্য সম্পর্কে আমরা কোনো রকম কোনো সচেতনতা অবলম্বন করি না । যেমন ধরুন এই ফুচকা কোথায় বিক্রি হচ্ছে তার আশেপাশের জায়গা বা জিনিসে বিক্রি করছেন তার স্বাস্থ্য সম্পর্কে কিন্তু আমরা বিন্দুমাত্র অবগত থাকি না । শুধুমাত্র খেয়ে মন এবং পেট ভরে গেলেই যথেষ্ট । সম্প্রতি এক ভয়-ঙ্ক-র তথ্য উঠে এসেছে সোশ্যাল মাধ্যমে । যা দেখে আপনি হয়তো হয়ে পড়ে আর কোনোদিনই ফুচকা খাবেন না আসুন দেখে নিই কি ঘটেছে ।




সম্প্রতি একটি ভিডিও প্রকাশিত হয়েছে যে ভিডিওটি সত্যতা যাচাই করে আমাদের নিউজ পোর্টাল সেখানে দেখা যাচ্ছে যে এক ফুচকাওয়ালা তেঁতুল জলের সাথে পেচ্ছাব দিচ্ছে এবং সেই জল দিই ফুচকা পরিবেশন করছে বাকি গ্রাহকদেরকে । সংবাদসংস্থা Prag News-এ প্রকাশিত খবর অনুযায়ী এই ঘটনা গুয়াহাটির আঠগাঁও এলাকার ৷ গত ৭-৮ দিন আগে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ভাইরাল হয় ৷ অভিযোগ পেয়ে ওই ফুচকা ওয়ালার বিরুদ্ধে কড়া পদক্ষেপই নিয়েছে পুলিশ ৷ ফুচকার মতো সবার ফেভারিট খাবারে এভাবে জলের মধ্যে প্রস্রাব মেশাতে দেখে চমকে উঠেছেন নেটিজেনরা ৷ অনেকেই এই ভিডিও দেখে আর রাস্তায় ফুচকা না খাওয়ারই কথা এখন ভাবছেন !











