







নিজস্ব প্রতিবেদন :-প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী যতই উজালা যোজনা দ্বিতীয় প্রকল্প শুরু করুক না কেন রাজ্যে এবং গোটা ভারতবর্ষে যে হারে বেড়ে চলেছে রান্না এবং বাণিজ্যিক গ্যাসের দাম । তাতে রীতিমতন চিন্তিত একটা বড় অংশের মানুষ । কারণ যে সমস্ত মানুষের ব্যবসা করে তাদের ক্ষেত্রে বড়োসড়ো চিন্তা লক্ষ্য করা যাচ্ছে । তার পাশাপাশি গৃহস্থলী রান্না গ্যাসের ক্ষেত্রে উঠে আসছে হাজার প্রশ্ন ।এরই মাঝে আরও একবার দুই সংবাদ পাওয়া গেল রান্নার গ্যাস সম্পর্কে। বাড়ল গ্যাসের দাম ।




দেশের প্রতিটি মানুষের মধ্যে এখন প্রশ্ন থাকছেই যে কবে কমবে রান্নার গ্যাসের দাম। শুধুমাত্র রান্নার গ্যাস নয় তার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিস এবং পেট্রোল এবং ডিজেলের দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে । তাই আশঙ্কা রয়েছে প্রত্যেক দেশবাসীর মনে ।তবে যতই গ্যাসের দাম বাড়ুক না কেন মধ্যবিত্ত পরিবারে পকেট খালি হোক না কেন সরকার কিন্তু ফুলে-ফেঁপে বেড়ে উঠছে ।তৎকালীন পেট্রোলিয়ামমন্ত্রী জানিয়েছিলেন, পেট্রোপণ্য এবং এলপিজির উপর উৎপাদন শুল্ক থেকে গত ৯ মাসে ৩ লক্ষ কোটি টাকা জমা পড়েছে কেন্দ্রের কোষাগারে।




ফের আরও একবার গৃহস্থলী রান্নার গ্যাসের দাম ২৫ টাকা বাড়লো এবং ২৫ টাকা বেড়ে বর্তমানে রান্নার গ্যাসের দাম হল ৮৮৬ টাকা। কিভাবে মানুষ এই দ্রব্যমূল্য বাজারের সংসার চালাবে তা ভেবে কূলকিনারা পারছেন না । হুঁ হু করে দাম যেভাবে বাড়ছে, তাতে অনেকেরই আশঙ্কা, পুজোর সময় না চার অঙ্ক ছুঁয়ে ফেলে গ্যাসের দাম।




অথচ সাত বছর আগে এই জুলাইয়ে গ্যাসের দাম ছিল অর্ধেকেরও কম। একদিকে গ্যাসের দাম বাড়ছে অন্যদিকে সরকারের কোষাগার ফুলেফেঁপে উঠছে। এলপিজি সিলিন্ডারের দাম চেক করতে চাইলে সরকারি তেল সংস্থার ওয়েবসাইটে https://iocl.com/Products/IndaneGas.aspx ভিজিট করতে পারেন ৷ এখানে প্রতি মাসে সংস্থার তরফে গ্যাস সিলিন্ডারের দাম জারি করা হয়ে থাকে ।











