







নিজস্ব প্রতিবেদন :- পেট্রোল-ডিজেলের দাম আকাশ ছুঁয়েছে যার ফলে মধ্যবিত্তের নাভিশ্বাস অবস্থা আর এর মধ্যেই চাহিদা বাড়ছে ইলেকট্রিক যানবাহনের। সম্প্রতি ওকিনাওয়া নামে একটি ভারতীয় সংস্থার নির্মিত স্কুটার বাজারে আসতে চলেছে । যার মাইলেজ ২০০কিমি এবং একবার চার্জ দিলে তা চলবে 200 কিমি পর্যন্ত।




2015 সালে ভারতীয় এই সংস্থার পথ চলার শুরু । বর্তমানে এই সংস্থাটি ভারতের এক নম্বর ইলেকট্রিক দু চাকার গাড়ি প্রস্তুতকারী সংস্থা। এই সংস্থার যে স্কুটার টি বাজারে আনতে চলেছে তার মডেল নাম্বার oki90 ।২০২২ সালের প্রথম তিন মাসের মধ্যে এই সংস্থাটির স্কুটার টি লঞ্চ করা হবে তা না হলে অক্টোবর ডিসেম্বরের মধ্যে তা লঞ্চ করা হবে।




এমনটাই জানিয়েছেন সংস্থার সহপ্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর জিতেন্দ্র শর্মা। ওকি ওমান সংস্থাটি দাবি করেছেন এই “ওকিওমান ওকি “এই স্কুটার এর গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ কিমি । এই ইলেকট্রিক স্কুটার থাকবে ব্লুটুথ কানেক্টিভিটি, নেভিগেশন, স্মার্ট ফোন কানেক্ট করার মত অত্যাধুনিক সুবিধা।




ওকিওমানা ওকির দাম অনুমান করা হচ্ছে এক লাখ টাকার মধ্যে। “ওকিনাওয়া ওকি ৯০” অনেকটাই মধ্যবিত্তের স্বপ্ন পূরণ করতে পারবেন বলে সক্ষম। আশাবাদী সংস্থার কর্তা। এখন দেখা যাক এই স্কুটার বাজারে আসলে মধ্যবিত্তের চাহিদা কতটা পূরণ হয় । সময় বলবে।











