







নিজস্ব প্রতিবেদন :- ভাগ্য মানুষকে উপরে তুলে দেয় । আবার কখনো কখনো নামিয়ে আনে বাস্তবের মাটিতে । এর জ্বলন্ত উদাহরণ হল রানু মন্ডল । স্টেশন চত্বরে ভিক্ষা করে দিন কাটত রানু মন্ডলের । কিন্তু তার কাছে ব্রহ্মাস্ত্র হিসেবে ছিল তার কন্ঠস্বর । প্রশিক্ষণ ছাড়াই অসম্ভব সুন্দর ভাবে তিনি যে কোন গানকে উপস্থাপন করত স্টেশন চত্বরে । ঠিক তেমনই ছিল একদিন যেদিন তার দেখা হয় অতিন্দ্র এর সাথে । সে একজন সমাজ সেবক ।




রানু মন্ডলের গাওয়া গানটি কে রেকর্ড করে তুলে ধরে সোশ্যাল মিডিয়াতে সকলের সামনে আর তারপরের ঘটনা আমাদের সকলেরই জানা । এমন কোন জায়গা নেই যেখানে পৌঁছায় নি রানু মন্ডল এর নাম এমনকি বলিউডের বিখ্যাত গায়ক হিমেশ রেশমিয়ার সাথে ডুয়েট করতে দেখা গেছে রানু মন্ডল কে । তার গান পুজো মণ্ডপ থেকে শুরু করে জন্মদিনের পার্টি উৎসব-অনুষ্ঠান সব জায়গাতে দখল করেছিল সেই সময় ।




তবে অ-হংকার এর জন্য পুনরায় আবার তাকে ফিরে আসতে হয়েছিল তার আগের অবস্থা তে। এমনটা মনে করা হয় যে রানু মন্ডল যেহেতু না চাইতে অনেক কিছু জিনিস অর্থাৎ নাম খ্যাতি টাকাপয়সা জনপ্রিয়তা পেয়ে গিয়েছিলো তাই তার শরীরের মধ্যে জন্মেছিলো বিপুল পরিমাণে অহংকার । এবং এই অহংকার জন্য তিনি তার অনুরাগীদের সাথে এবং সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করতে শুরু করে ।




যার ফলে সাধারণ মানুষ তাকে আবার অপছন্দ করতে শুরু করে । সেই সূত্রে তিনি আবার ফিরে যান রানাঘাট স্টেশন চত্বরে নিজের বাড়িতে । লকডাউন এর সময় তার অবস্থা ভীষণ গরম হয়ে গেছিলো তা আমরা প্রত্যেকে জানি । তবে সম্প্রতি পুনরায় রানু মন্ডল কে স্টুডিও তে দেখা গেল আর একবার । অনুসন্ধান সিনেমার আমার স্বপ্ন যে নামক বাংলা গানটি গাইতে দেখা গেলো এবার । রানু মন্ডল রানু মন্ডল সেজে উঠেছে আবার আগের মতন ।




সাথে রয়েছে গায়ক কৌশিক চ্যাটার্জি । স্টুডিওতে গান করছেন তাঁরা দুজন মিলে । সেই মুহূর্ত ক্যামেরাব-ন্দী করা হয়েছে যা পরবর্তীকালে শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে । কোনো রকম কোনো চর্চা ছাড়াই রানু মন্ডল এর কন্ঠ দর্শকদের মন ছুঁয়েছে ইতিমধ্যে ভিডিও দেখে ফেলেছে অনেক মানুষকে কুড়ি হাজারের বেশি মানুষ লাইক করেছে সেই ভিডিওটি ।











