







নিজস্ব প্রতিবেদন:ঝুমা বৌদি বা মোনালিসা কে সহজেই ভুলতে পারে কজন।দুপুর ঠাকুরপো সিজন ২ তে বৌদির ভূমিকায় এতটাই জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি।প্রথম সিজনে মুখ্য ভূমিকা পালন করে ছিলেন স্বস্তিকা।তাই পরে মোনালিসাকে মেনে নিতে অসুবিধা হলেও খুব সহজেই তিনি দর্শকদের মধ্যে জায়গা করে নিয়েছিলেন।




ভোজপুরি অভিনেত্রী মোনালিসা নাচের একটি শো থেকেই বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথম পা রাখেন। যদিও তিনি কিছু মিউজিক ভিডিওতে এর আগে কাজ করেছিলেন। সম্প্রতি কালার্স চ্যানেলের নজর সিরিয়ালে একটি খলনায়কের চরিত্রে দেখা গিয়েছিল তাকে। তার বেশ কিছুদিন পরেই মোনালিসার একটি ভিডিও ভাইরাল হয় ইউটিউবে। যেখানে থাকে ভোজপুরি অভিনেতা নিরাহুয়া এর সাথে নাচ করতে দেখা যায়।




আসল নাম অন্তরা বিশ্বাস হলেও স্টেজ নাম মোনালিসা তেই তিনি অধিক পরিচিত। দু-একটি হিন্দি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। অভিনয়ের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতেও সমানভাবে অ্যাক্টিভ তিনি। নিয়মিত ছবি বা ভিডিও পোস্ট করে ভক্তদের মাতিয়ে রাখেন।




সম্প্রতি এই অন্তরা বিশ্বাস ওরফে মোনালিসার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে উঠেছে।ছবিতে কালো স্লিভলেস ব্লাউজ আর কালো সিফন শাড়িতে আবেদনময়ী হয়ে উঠেছেন অভিনেত্রী। প্রিয় গানের সঙ্গে কোমর দুলিয়ে উঠলেন মোনালিসা। সানাম এর গানের সঙ্গে দুলে উঠলেন মোনালিসা। অনুরাগীরা মোনালিসার এমন চরম আবেদন দেখে মুগ্ধ। যদি আপনি মোনালিসার অনুরাগী হয়ে থাকেন তাহলে অবশ্যই ছবিটি দেখতে ভুলবেন না।











