Breaking News

উষ্ণ ভঙ্গিতে সাদা রঙের টাইট পোশাকে ক্যামেরায় ধরা পড়লেন নোরা ফাতেহি; ভাইরাল ভিডিও!

নিজস্ব প্রতিবেদন:ড্যান্সিং স্টার নোরা ফাতেহীকে সকলেই কম—বেশি চেনেন।তবে সব থেকে আশ্চর্য্যের বিষয় কি জানেন কখনোই প্রথাগত ভাবে নাচের শিক্ষা নেননি তিনি।সামান্য ইউটিউবের সাহায্য নিয়েই এত দক্ষতা অর্জন করেছেন নায়িকা।কানাডার এক রক্ষণশীল পরিবার থেকে বলিউডে আগমন ঘটে নোরা ফতেহীর।তারপর থেকেই নিজের উদ্দাম নাচের দ্বারা গোটা দুনিয়া কাঁপিয়ে যাচ্ছেন এই মডেল ড্যান্সার।

হামেশাই তাকে দেখা যায় সংবাদের শিরোনামে।কিছুদিন আগেই তার কালো হটপ্যান্ট, কালো স্পোর্টস ব্রা পরে একটি নাচের ভিডিও সারা নেট দুনিয়ায় তুমুল আলোচনায় ছিল।নোরা যে গানেই কোমর দোলাবেন সেই গানই যে ভাইরাল হয়ে উঠবে তা আর বলার অপেক্ষা রাখেনা।শুধুমাত্র বলিউড না সোশ্যাল মিডিয়াতেও প্রতিনিয়ত তিনি নানান ধরনের নাচের ভিডিও পোস্ট করতে থাকেন,যা নিমেষেই ভাইরাল হয়ে ওঠে মানুষের মধ্যে।

যেমন সম্প্রতি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে সাদা রঙের একটি স্বল্প টাইট পোশাকে ক্যামেরার সামনে ধরা পড়লেন নোরা ফাতেহি।সম্ভবত কোন ফিল্মের বা মিউজিক অ্যালবামের প্রমোশনে এসেছিলেন তিনি।পরবর্তী সময়ে উপস্থিত অনুরাগীদের মধ্যে কেউ তার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন। যা মুহূর্তের মধ্যেই লক্ষাধিক দর্শকসংখ্যা অতিক্রম করেছে নেটিজেনদের মধ্যে। চাইলে আপনারাও এই ভাইরাল ভিডিওটি দেখে আসতে পারেন। দর্শকদের সুবিধার্থে ভিডিওটি প্রতিবেদনের সাথেই সংযুক্ত করা হলো।

About kolkata buzz24x7

Check Also

‘আরআরআর’, ‘কেজিএফ’-এর মতো ‘অর্থহীন’ ছবি দেখবেন না, শ্রোতাদের অনুরোধ করলেন জুবিন

নিজস্ব প্রতিবেদন:বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রি বিভিন্ন চলচ্চিত্রে থেকেও বেশি পরিমাণে মানুষের মনে জায়গা করে নিয়েছে দক্ষিণের …

Leave a Reply

Your email address will not be published.