







নিজস্ব প্রতিবেদন :-শুধুমাত্র ভারত বর্ষ নয় ভারতবর্ষের বাইরে গোটা বিশ্বের অধিকাংশ মানুষের প্রথম খাবার হচ্ছে ভাত । দিনে কেউ একবার কেউ দুইবার আবার কেউ কেউ তিনবার ভাত খেয়ে থাকে । যদিও ভাত খাওয়ার বিষয়ে একাধিক দ্বিমত রয়েছে গোটা বিশ্ব জুড়ে । কিন্তু ভাত বাঙ্গালীদের একটি জনপ্রিয় খাবার এটা বললে হয়তো ভুল হবে না একদমই।




তবুও মানুষ ভাত খাবার পর এমন কিছু ধরনের কাজকর্ম করে যেগুলো তাদের শরীরে ক্ষতি করে ব্যাপক পরিমাণে। আজকে সেই সমস্ত বিষয়গু-লি নিয়ে আলোচনা করব এই প্রতিবেদনের মাধ্যমে।ভাত খাওয়ার পর কখনোই ফল খাওয়া উচিত নয় ।অর্থাৎ তৎক্ষণাৎ ফল খাওয়া উচিত নয় । অন্তত দুই থেকে তিন ঘণ্টা পর ফল খাবেন । নইলে গ্যাস এসিডিটির সমস্যা জনিত রোগে আপনি ভুগবেন ।




যারা ধূমপান করেন তাদের ক্ষেত্রে এমন একটা প্রবণতা দেখা গেছে যে ভাত খাওয়ার পর তারা একটি সিগারেট খান কিন্তু বিজ্ঞানীদের গবেষণা বলছে যে ভাত খাওয়ার পর একটি সিগারেট খাওয়া এবং দিনে ১০ টি সিগারেট খাওয়ার সমান হয় ।এতে হজম শক্তি অত্যন্ত পরিমাণে কমে যায় যার ফলে শরীরের যাবতীয় রোগ দেখা দেয়।




ভাত খাওয়ার পর কখনোই ঘুমানো উচিত নয় । এতে পাচনতন্ত্র দুর্বল হয়ে পড়ে ।ভাত খাওয়ার কমপক্ষে এক থেকে দেড় ঘণ্টা পর আপনার ঘুমানো উচিত । যদি প্রচন্ড পরিমানে ঘুম আসে ।যদি দুপুরবেলা ভাত খাওয়ার পর না ঘুমান তাহলে সেটা সবথেকে উপকারী হবে




অনেকেই ভাত খাওয়ার পর প্যান্টের বেল্ট লুস করে দেয় অতিরিক্ত ভাত খাওয়ার ফলে পেটের মধ্যে একটি চাপ অনুভূত হয় । এবং সেই চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তারা প্যান্টের বেল্ট লুস করে দেয় ।কিন্তু এমনটা আপনার করা ভয়ঙ্কর থেকেও ভয়ঙ্কর হতে পারে ।কারণ পাকস্থলী থেকে হঠাৎ করে খাবার মলদ্বারে নেমে চলে আসে ।




যার ফলে মলদ্বার বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে ।ভাত খাওয়ার পর কখনোই চা খাওয়া উচিত নয় । কারণ ভাতের মধ্যে যে প্রোটিন থাকে তার মাত্রাকে ১০০ গুণ বাড়িয়ে দেয় এই চা ।তাই ভাত খাওয়ার পর কখনো চা সেবন করবেন না।











