







নিজস্ব প্রতিবেদন:বর্তমানে স্টার জলসার ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ ‘বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।কিছু কিছু সময় বর্তমানে দেখা যাচ্ছে বাংলা চলচ্চিত্রের থেকেও ধারাবাহিক গুলি অত্যন্ত বেশি জনপ্রিয়তা অর্জন করছে। ধারাবাহিকে অভিনয় মাধ্যমে খুব সহজেই পরিচিতি লাভ করছেন তারকারা।




এছাড়াও নানান সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন তো রয়েছেই।সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের ভিডিও ভাইরাল হতে থাকে। এই ভাইরাল ভিডিও গুলি আমাদের মনোরঞ্জনে অত্যন্ত সাহায্য করে। আবার কখনও কখনও এই ভিডিওগুলি আমাদের মনকে ভারাক্রান্ত করে তোলে।




আমাদের এই প্রতিবেদনে উল্লেখিত ধারাবাহিকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হল ‘মা তারার’ চরিত্র। কিন্তু জানেন কি পর্দার তারা মা আসলে কে? বাস্তব জীবনে এই অভিনেত্রীর আসল পরিচয় কী? অবাক হওয়ার কিছু নেই, পর্দার তারা মা আসলে নবনীতা দাস।জি বাংলার পর্দায় ‘দ্বীপ জ্বেলে যাই’ অভিনেত্রীর প্রথম ধারাবাহিক।




এই সিরিয়ালে দিয়ার চরিত্রে সকলের মন জিতে নিয়েছিলেন অভিনেত্রী৷ এরপর স্টার জলসায় ‘অর্ধাঙ্গিনী’ সিরিয়ালে অভিনয় করেন তিনি। ভূগোলে স্নাতক পাশ করে, অভিনেত্রী টেলিপাড়ারই জনপ্রিয় মুখ অভিনেতা জিতু কমলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।




যুগের সঙ্গে তাল মিলিয়ে অন্যান্য তারকাদের মতো সোশ্যাল মিডিয়াতে সমান অ্যাক্টিভ নবনীতা।সম্প্রতি গা ভর্তি ভারী সোনার গয়নায় সেজে, মাথায় সিদূঁর,জারদৌসি শাড়িতে বিখ্যাত সিলেটি গান ‘নয়া দামানে’ দারুণ নাচলেন অভিনেত্রী। এই নাচের ভিডিও টি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। চাইলে আপনারাও এই ভাইরাল ভিডিওটি দেখে আসতে পারেন। দর্শকদের সুবিধার্থে এটি প্রতিবেদন এর সাথে সংযুক্ত করা হলো।
— Bengal News Media (@media_bengal) July 27, 2021











