







নিজস্ব প্রতিবেদন:-এবার পুনরায় মিঠাই সিরিয়ালের ঘটলো এমন এক ধরনের ঘটনা যার ফলে রীতিমতো সৃষ্টি হল হাস্যকর পরিবেশ ।।একান্ন বর্তী পরিবারের ঘটনা এখন প্রায় প্রতিটি ধারাবাহিকে দেখানো হয়ে থাকে যার ফলে প্রতিটি ধারাবাহিক খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা লাভ করতে থাকেন ।




তার পাশাপাশি সেই পরিবারের সাথে সমাজে কি রকম সম্পর্ক হওয়া উচিত সেই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো নিখুঁত ভাবে তুলে ধরা হয় । প্রতিটি ধারাবাহিকের মধ্যে কিন্তু এই সমস্ত ধারাবাহিকের মধ্যে ধারাবাহিকটি জনপ্রিয়তা লাভ করেছিল সেটি হলো তার কারণ এখানে গল্প কিছুটা হলেও আলাদা ।




একজন গ্রামের সহজ সাদাসিদে মেয়ের শহরের একটি বড় লোক বাড়িতে বিয়ে হওয়ার পর গল্প দেখানো হয়েছে । মিঠাই মিষ্টি তৈরি করতে পারে ভালো করে । এবং সেই মিষ্টি জাদু বলেই কুপোকাত তার শ্বশুরবাড়ির লোকেরা । তাই তো শ্বশুরবাড়ি থেকে গেছে সে ধীরে ধীরে প্রিয় হয়ে উঠেছে বিশেষ করে দাদুর কাছে । মিঠাই বিয়ে করেছে সিদ্ধার্থকে অর্থাৎ যার অভিনয় জগতে সিদ্ধার্থ কে । এবং বিয়ে করার পর থেকেই একের পর এক অন্য কোনো ঝামেলা লেগেই থাকে তাদের মধ্যে । তবে সম্প্রতি দাদুর কথা মতো ডিভোর্স পেপারে সাইন করেছে দুজনে ।




তবে এই ধারাবাহিকের সম্প্রতি এমন একটি দৃশ্য দেখানো হয়েছে যেটি দেখলে হাস্যকর পরিবেশ সৃষ্টি হবে । বাড়িতে একটি পার্টির আয়োজন হচ্ছে এবং সেই পার্টিতে খাওয়া-দাওয়া নাচ এবং সাথে গান হবে । কিন্তু দেখা গেল যে বাড়ির সকলে চাইছে মিঠাই যাতে নাচ করে ।কিন্তু মিঠাই নাচ করতে পারে না ।তাই বাড়ির সকলে দায়িত্ব নিয়ে তাকে নাচ সেখানে গিয়েছিল । কিন্তু একি কাণ্ড উল্টে সবাইকে নাচিয়ে দিল মিঠাই ।। কারণ তিনি আগে থেকেই নাচ জানতেন ।। ইতিমধ্যে ১৬ তারিখের এপিসোড এর প্রমো ব্যাপক পরিমাণে রয়েছে ছড়িয়ে পড়েছে সর্বত্র ।











