Breaking News

বালিতে ঘুরতে গিয়ে একটি বাঁদরের হাতে নাজেহাল অভিনেত্রী কোয়েল মল্লিক! মুহূর্তে ভাইরাল হল ভিডিও!

নিজস্ব প্রতিবেদন :-বাংলার অভিনয় জগতে জনপ্রিয় অভিনেত্রী হলেন কোয়েল মল্লিক । একাধিক দুর্ধর্ষ ছবিতে অভিনয় করে জয় করেছিলেন দর্শকদের মন । অবশেষে ২০১৩ সালে পরিচালক নিসপাল সিং কে বিবাহ করেন তিনি । যদিও তার ব্যক্তিগত জীবনের রয়েছে অনেক ওঠাপড়া । সেই সমস্ত ঘটনাগুলো কে পিছনে রেখে সাফল্যের স্বাদ পাওয়ার জন্য লক্ষ্য স্থির রেখে এগিয়ে গেছেন সামনের দিকে ।তাইতো এই বাংলার মানুষ বেঁচে কোয়েল মল্লিকের মত অভিনেত্রীকে ।তবে কোয়েল মল্লিক অভিনয় দক্ষতার পাশাপাশি ঘুরতো ব্যাপক পরিমাণে ভালবাসে তার চিত্র ফুটে উঠল এবার এই ভিডিওর মাধ্যমে ।

তার বাবা রঞ্জিত মল্লিক বহুদিন ধরে অভিনয় জগতের সাথে যুক্ত রয়েছে । তাই ছোটবেলা থেকে অভিনয় জগতে আসা খুব একটা অসুবিধা হয়নি তার পক্ষে । কিন্তু এমনটা ভাবলে খুব ভুল হবে যে তিনি বাবার মান বা খ্যাতির জন্য নিজের জনপ্রিয়তা লাভ করতে পেরেছেন । একদমই তাই নয় তিনি নিজের অভিনয় দক্ষতা দিয়ে জয় করেছে দর্শকদের মন । মূলত নাটের গুরু সিনেমার মাধ্যমে তার অভিনয় জগতে পদার্পণ ঘটে । যার বিপরীতে অভিনয় করেছিল অভিনেতা জিত ।তার পাশাপাশি সাত পাকে বাঁধা বন্ধন মন মানে না প্রেমের কাহিনী সহ একাধিক ছবিতে অভিনয় করেন অভিনেত্রী কোয়েল মল্লিক।

২১০৩ সালের জীবনসঙ্গী হিসেবে তিনি বেছে নেন পরিচালক নিসপাল সিং কে । তার পর চুটিয়ে সংসার করা এবং অভিনয় জগৎ থেকে বিদায় নেন । গত বছর জন্ম দিয়েছিলেন ছোট্ট একটি পুত্র সন্তানের । এখন তাকে নিয়ে ব্যস্ত থাকেন । তবে অনুরাগীদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে স্মৃতি রোমন্থন করে ফেললেন অভিনেত্রী । কোনো এক অনুরাগী তাকে প্রশ্ন করেছিলেন যে আপনি ফুচকা খেতে ভালোবাসেন । তার উত্তর দিতে গিয়ে অভিনেত্রী বলেন যে আমি ফুচকা খেতে বরাবরই ভালোবাসি ।তবে একবার কাদতে কাদতে আমি পঞ্চাশটা ফুচকা খেয়ে নিয়েছিলাম ।

সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও প্রকাশিত হয়েছে । যেখানে দেখানো হয়েছে যে কোয়েল মল্লিক ইন্দোনেশিয়ার বালিতে ঘুরতে গিয়েছিলেন ২০১৮ সালের সেই মুহূর্তকে ক্যামেরাবন্দি করেছিলেন । এই মুহূর্তে প্রকাশিত হচ্ছে নেট দুনিয়াতে । যদিও এটি পুরনো একটি ভিডিও । তবুও পুনরায় মাথাচাড়া দিয়ে উঠেছে সোশ্যাল মাধ্যমে সেখানে কোয়েল মল্লিক দেখা যাচ্ছে হাতে করে হনুমানের বাচ্চা কে খাবার খাওয়াতে ।। তার পরনের রয়েছে নীল রঙের একটি পোশাক এবং নীল রঙের একটি জিন্সের প্যান্ট ।। ইতিমধ্যে তার সেই ভিডিওটি ভাইরাল হয়েছেন এই দুনিয়াতে সর্বত্র ।।

About kolkata buzz24x7

Check Also

‘আরআরআর’, ‘কেজিএফ’-এর মতো ‘অর্থহীন’ ছবি দেখবেন না, শ্রোতাদের অনুরোধ করলেন জুবিন

নিজস্ব প্রতিবেদন:বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রি বিভিন্ন চলচ্চিত্রে থেকেও বেশি পরিমাণে মানুষের মনে জায়গা করে নিয়েছে দক্ষিণের …

Leave a Reply

Your email address will not be published.