







নিজস্ব প্রতিবেদন:-বিগত বেশ কিছুদিন ধরেই চর্চায় রয়েছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ।অভিনয় জগৎ নয় বড়জোর তার অবৈধ সম্পর্ক তাকে এই চর্চা এনে দিয়েছে।সদ্য বিধায়ক এবং অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি।তাই ইতিমধ্যে সংবাদ শিরোনামে পৌঁছে গিয়েছেন এই নায়িকা।সম্প্রতি আবারও তার মধ্যে কিছুদিন আগে তিনি ইনস্টাগ্রামে একটি বার্তা পোস্ট করেছেন যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।




সেখানে শ্রীময়ী লিখেছেন,”আমার এই বাজে স্বভাব কোনদিন যাবে না”! বাজে স্বভাব বলতে শ্রীময়ী কোন দিকে ইঙ্গিত করতে চাইছেন তা নিয়ে তুমুল জল্পনা রয়েছে নেটিজেনদের মধ্যে। অনেকেই কটাক্ষ করে এই বাজে স্বভাব বলতে কাঞ্চন মল্লিকের দিকে ইঙ্গিত করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য বেশ কিছুদিন ধরেই কাঞ্চন এবং স্ত্রীর মাঝে শ্রীময়ীর আগমন নিয়ে গসিপ ছড়িয়ে পড়েছে। এরমধ্যে শ্রীময়ীর এই পোস্ট আরও জল্পনা বাড়ালো।




যদিও এই অবৈধ সম্পর্কের কথা একেবারেই অস্বীকার করে দিয়েছেন অভিনেত্রী। নায়িকার কথা অনুসারে,”এই ইন্ডাস্ট্রিতে আরো অনেক পুরুষ রয়েছেন সম্পর্কে জড়াতে হলে তাদের সঙ্গে জড়াতেন। সংসার ভাঙ্গার মানসিকতা আমার নেই। আমি এক খুব সাধারণ পরিবারের মেয়ে, আমার কোন ব্যাকবোন নেই। আমার ফ্যামিলির কেউ অভিনয় জগতের সঙ্গে যুক্ত নয় একমাত্র আমি ছাড়া। তাই দয়া করে আমার ব্যাপারে এই ধরনের গুজব রটাবেন না, এটি আমার ক্যারিয়ারের উপর প্রভাব ফেলতে পারে”। বর্তমানে কৃষ্ণকলি ধারাবাহিকে অভিনয় করছেন শ্রীময়ী। এর আগে কে আপন কে পর ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল এই নায়িকাকে।
— Bengal News Media (@media_bengal) July 9, 2021











