







নিজস্ব প্রতিবেদন:বর্তমান যুগের একটি অতি গুরুত্বপূর্ণ কার্ডের মধ্যে রয়েছে রেশন কার্ড।সাধারণ মানুষ থেকে শুরু করে যেকোনো মধ্যবিত্ত পরিবারের জন্য এই কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ফ্রিতে তথা বিনামূল্যে রেশন দেওয়ার বন্দোবস্ত করেছিল রাজ্য এবং কেন্দ্রীয় সরকার।




বর্তমানে অনেক জায়গায় এই কার্ডকে পরিচয় পত্র হিসেবেও ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে রেশন কার্ডের গুরুত্ব কতটা বেড়ে গিয়েছে।বিনামূল্যে এবং সস্তায় রেশন ছাড়াও এই কার্ডের মাধ্যমে নানান ধরনের সুবিধা পাওয়া যায়।




ব্যাংকে বা গ্যাস কানেকশন নেওয়ার জন্য এই কার্ড ব্যবহার করতে পারেন আপনারা। ভোটার আইডি বা অন্যান্য ডকুমেন্ট তৈরীর জন্য এই কার্ড ব্যবহার করা যেতে পারে। এছাড়াও আপনি দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ হলে এই কার্ডের মাধ্যমে নানান ধরনের সুবিধা পেতে পারেন।




রেশন কার্ডের প্রকৃতি সাধারণত তিন ধরনের হয়। যথা—APL,BPL,AAY। রেশন কার্ড অনলাইন এবং অফলাইন দুভাবেই তৈরি করা যেতে পারে। ফর্ম ফিলাপ করার পর প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করতে হবে এই কার্ড তৈরি করার জন্য। তাই আজ থেকেই দেরি না করে যদি আপনার রেশন কার্ড না থেকে থাকে তাহলে তৈরি করে ফেলুন। ভবিষ্যতে এই কার্ড আপনাকে আরো বেশি সাহায্য করতে চলেছে।











