







নিজস্ব প্রতিবেদন:টেলি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী মধুবনী গোস্বামী মাঝে মাঝেই সংবাদ শিরোনামে এসে থাকেন।সম্প্রতি কিছুদিন আগেই মা হয়েছেন তিনি তারপর থেকেই অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে তার মনের। প্রসঙ্গত মা হওয়ার আগে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় প্রায় সময় তার বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করতে দেখা যেত।




পাঁচ,সাত এবং নয় মাসের সাধের ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। পাঁচ মাসের সাধে তার বাড়িতে বিভিন্ন রকমের ফল দিয়ে অনুষ্ঠান করা হয়। সাত মাসের ক্ষেত্রে বিভিন্ন ধরনের নোনতা খাবার ব্যবহার করা হয়।সবশেষে 9 মাসের সাধে পছন্দের বিভিন্ন ধরনের খাবার খাওয়ানো হয় হবু মাকে। মধুবনির ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি।




সম্প্রতি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে অভিনেত্রীর একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে নিজের ছেলে কেশবকে গান গেয়ে ঘুম পাড়াচ্ছে তিনি। অসাধারণ কায়দায় দুর্দান্ত অঙ্গভঙ্গি করে গান গাইতে দেখা যাচ্ছে তাকে। নেট দুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ভিডিও।সোশ্যাল মিডিয়ার প্রতিটি প্লাটফর্মেই এই ভিডিওটি ভাইরাল হয়েছে।




ইউটিউবে এই ভিডিওটির দর্শক সংখ্যা প্রায় 90 হাজারের কাছাকাছি। হাজার হাজার মানুষ ভিডিওটি কে লাইক করেছেন এবং মধুবনী কে উদ্দেশ্য করে মন্তব্য করেছেন। আমাদের এই প্রতিবেদনটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। দর্শকদের সুবিধার্থে ভিডিওটি প্রতিবেদন এর সাথে যুক্ত করা হয়েছে।











